দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

0
59

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হল দেবীপক্ষ। বুধবার সকালে দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Modi Mamata wish on mahalaya

এদিন সকালে দেশবাসীর উদ্দেশ্যে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “সকলকে জানাই শুভ মহালয়া। মা দুর্গাকে আমরা প্রণাম করি ও বিশ্ববাসীর জন্য তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করি। পুজোয় সকলে শান্তিতে থাকুন, সুস্থ থাকুন।”

এদিকে, এদিন রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আজ মহালয়ার মাধ্যমে বহুপ্রতীক্ষিত দুর্গোৎসবের শুভ সূচনা হল। এবার আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। রাজ্যবাসীকে মহালয়ায় আমার আন্তরিক শুভেচ্ছা।”

আরও পড়ুনঃ এবছরেও হবে না কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি রাজ্যের

প্রতিবছরের মতো এবছরেও সকাল থেকে গঙ্গা, এমনকী নদীর ঘাটে ঘাটে মানুষ ভিড় জমিয়েছিলেন তর্পণ করার জন্য। তবে এদিন ছিল কড়া নিরাপত্তা। ঘাটগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য পুলিশের কড়া নজরদারি ছিল এদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here