নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত করোনা টিকাকরণ প্রক্রিয়া। করোনা যোদ্ধা বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা এই দফায় টিকা পাবেন। কমবেশি ৩ কোটি স্বাস্থ্যকর্মী-সহ করোনা যোদ্ধা এই টিকা নেবেন। দ্বিতীয় দফায় পাবেন পঞ্চাশের ওপরে যারা তাঁরা। কিংবা পঞ্চাশের নিচে অথচ কো-মর্বিডিটি আছেন তাঁরা। সেই সংখ্যা প্রায় ৩০ কোটি। এই দফাতেই এবার করোনা টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকা পেতে পারেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সূত্র মরফৎ এমনটাই জানা গিয়েছে। এর আগে গত শনিবার ভিডিও কনফারেন্সের মধ্যমে এই গণটিকাকরণ সূচনা করেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানান দেশের বিজ্ঞানী ও গবেষকদের।
শনিবার প্রধানমন্ত্রী জানান, বিশ্বে প্রথম দেশ ভারত, যেখানে এত ব্যাপক আকারে টিকাকরণ চলবে। ইতিমধ্যে গণটিকাকরণ চালুর পর ৫ দিন কেটে গিয়েছে। অন্তত ৭ লক্ষের বেশি মানুষ টিকা নিয়েছেন। যদিও এই টিকা নিয়ে এখনও ধন্দে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এদিকে, যত ডোজ হাতে আসবে, তত বেশি মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়া হবে। এমন দাবি করেন সরকারের উচ্চপদস্থ টিকা কমিটির প্রধান চিকিৎসক ভি কে পল।
আরও পড়ুনঃ ৩০ জানুয়ারি বাজেট নিয়ে ভার্চুয়াল সর্বদলীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী
জানা গিয়েছে, প্রথম দফায় দেশব্যাপী মোট ৩০০৬টি টিকা কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতি কেন্দ্রে ১০০ জনকে টিকা দান করা হবে। কোভিশিল্ড এবং ভারতে তৈরি কোভ্যাকসিন, দুটোই ব্যবহার করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584