নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লাদেনের বাবার নাম নরেন্দ্র মোদী! ভোটার কার্ড অনুযায়ী দেখতে গেলে এটা সত্যি। সামনের বছর উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট। আর তার আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে এমন এক কান্ড দেখে চক্ষু চড়কগাছ ব্লক লেভেল অফিসার প্রমীলা দেবীর।
তিনি জানান, ভোটার তালিকা অনুযায়ী ভাইসাহিয়া গ্রামের এক বাসিন্দার নাম লাদেন, বাবার নাম নরেন্দ্র মোদী। অন্য এক বাসিন্দার নাম সোনম কাপুর, বাবার নাম অনিল কাপুর। মায়াবতী থেকে শিবরাজ সিং চৌহান সবার নাম রয়েছে ওই ভোটার তালিকায়।
আরও পড়ুনঃ সেনা বাহিনীর ইভেন্ট ক্যান্টিনের ব্যয় সংকোচনের প্রস্তাব
এই অফিসার আরও জানিয়েছেন, “খতিয়ে দেখার জন্য গত ৫ অক্টোবর এই গ্রামের ভোটার তালিকা আমার হাতে আসে। সেখানে এমন প্রচুর সন্দেহজনক নাম দেখতে পাই। খোঁজ নিয়ে দেখি, বাস্তবে সেই নামগুলির কেউই ওই গ্রামে থাকে না। সম্ভবত আগের পঞ্চায়েত ভোটের আগে তালিকায় এইসব ভুয়ো নাম তোলা হয়েছিল। তারপর থেকে আর কোনও সংশোধন হয়নি। ফলে নামগুলি থেকে গিয়েছিল।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584