উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আগামী ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে লোকসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী অধীর চৌধুরীকে বলেছিলেন নেতাজির জন্মদিনে তিনি বাংলায় আসছেন। এরপর ষোলই জানুয়ারি বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দলের রাজ্য দফতরের অফিসে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, তেইশ জানুয়ারি নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন।
বুধবার সেই বিষয়টি চূড়ান্ত হয়েছে৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনই জানা গিয়েছে৷ সেদিন তিনি কলকাতায় সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদী৷ ওই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশ তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী কর্মসূচির সূচনা করবেন৷ এছাড়া এদিন ন্যাশনাল লাইব্রেরিতেও তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড় থাকতে পারেন বলে জানা গিয়েছে৷
মঙ্গলবার কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে৷ কলকাতায় তেইশে জানুয়ারি সেই পরাক্রম দিবসই পালন করা হবে৷ অনুষ্ঠানের নেতাজি পরিবারের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর৷ উল্লেখ্য, নেতাজির একশো পঁচিশ তম জন্মজয়ন্তী পালনের জন্য একটি কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার৷ সেই কমিটিতে ৮৫ জন রয়েছেন৷
এদিকে বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের একটি প্রতিনিধিদল। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এর জন্য প্রধানমন্ত্রী দফতরের কাছে সময় চাওয়া হয়েছে।
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রী সফরের জন্য সোমবার রাজ্য পুলিশ ও এসপিজি-র মধ্যে একটি বৈঠকও হয়।
আরও পড়ুনঃ হাওড়া-কালকা মেলের নাম নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের
অন্যদিকে নেতাজির একশো পঁচিশ তম জন্মদিনকে আরো স্মরণীয় করে রাখতে হাওড়া- কালকা মেলকে ‘নেতাজি এক্সপ্রেস’ করার কথা ঘোষণা করল ভারতীয় রেল৷ আজ টুইট করে একথা জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি টুইট করে বলেন, ‘‘নেতাজির পরাক্রমে ভারতের স্বাধীনতা ও উন্নয়ন এক্সপ্রেস গতি পেয়েছিল৷ ‘নেতাজি এক্সপ্রেস’-এর ঘোষণার মধ্যে দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করতে গিয়ে আমি রোমাঞ্চ অনুভব করছি ৷’’
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর খেলা হবে!ভেবে চিন্তে বিজেপিকে মাঠে নামার পরামর্শ অনুব্রত’র
কলকাতা থেকে হরিয়ানা পর্যন্ত চলা বহু পুরনো ট্রেন হাওড়া-কালকা মেল৷ তথ্য অনুযায়ী, ১৯৪১ সালে অন্তর্ধানের পর নেতাজি বিহারের গোমোহ থেকে কালকা মেলে চড়েছিলেন৷ সেই কারণেই তেইশে জানুয়ারি তাঁর জন্মজয়ন্তীতে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584