মুনিরুল তারেক, বাংলাদেশঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ‘আমি ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের মানুষ ও সরকারকে শুভেচ্ছা জানাতে চাই। ভারতের বেশ কিছু অংশেও ঈদুল আযহা পালিত হচ্ছে, যা আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের বিষয়টিকে স্মরণ করিয়ে দেয়’।
‘আমরা আশা করি, এই উৎসব আমাদের স্ব স্ব সমাজে শান্তি ও সহিষ্ণুতার বোধকে সমৃদ্ধ করবে এবং দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবে’।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে আরব আমীরশাহীতে পালিত হল হজ
ওই শুভেচ্ছা বার্তায় নরেন্দ মোদি করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকা এবং পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী বাংলাদেশ এ প্রতিকূল সময় কাটিয়ে উঠবে। স্বাস্থ্যখাতে সামর্থ্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে আমরা সর্বদা প্রস্তুত’।
‘ঈদুল আজহার এই উৎসব উপলক্ষ্যে আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও উন্নতি কামনা করছি’।বাংলাদেশের প্রধানমন্ত্রীল কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে গণমাধ্যমকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584