চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত

0
56

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চাঁদে আবারও মানুষ পাঠাচ্ছে নাসা, আর এই মিশন মুনের টিমে ঠাঁই পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বায়ুসেনার কর্নেল রাজা জন ভুরপুতুর চারি। এই চন্দ্রাভিযানের জন্য নাসা বেছে নিয়েছে ১৮ জন মহাকাশচারীকে। এই দলে রয়েছেন রাজা। এই অভিযান সফল হলে রাজাই হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি চাঁদের মাটিতে পা রাখবেন।

raja chari | newsfront.co
রাজা জন ভুরপুতুর চারি

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে প্রথমে এক মহিলা এবং তারপরে এক পুরুষ চাঁদের মাটিতে পা রাখবেন। গত বুধবার নাসা ১৮ জন মহাকাশচারীর নাম ঘোষণা করেছে। ৪৩ বছরের রাজা মার্কিন বায়ুসেনা অ্যাকাডেমির একজন স্নাতক, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ও মার্কিন নাভাল টেস্ট পাইলট স্কুলের স্নাতক। রাজাই একমাত্র ইন্দো-আমেরিকান যাঁকে এই মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রশিক্ষনও শুরু হয়েছে এই ১৮ জনের।

আরও পড়ুনঃ বিখ্যাত ব্যক্তিদের ভুল উচ্চারিত নামের তালিকার শীর্ষে ভিঞ্চি থেকে কমলা হ্যারিস

রাজা নাসায় যোগ দেন ২০১৭ সালে। মিশন মুনের এই টিম বিভিন্ন বয়সের সদস্যদের নিয়ে তৈরি করা হয়েছে। সবচেয়ে প্রবীণ সদস্যের বয়স হল ৫৫ বছর এবং সবচেয়ে নবীন সদস্য ৩২ বছরের। সকলের বয়স গড়ে ৪০-এর মধ্যে।

দুই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলা এবং সুনীতা উইলিয়ামস নাসার মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত কল্পনা চাওলার মৃত্যু হয় ওই অভিযানে। প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। মিশন মুন এর এই চন্দ্রাভিযান সফল হলে রাজাই হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি চাঁদের মাটিতে পা রাখবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here