মহাকাশে তারার বিস্ফোরণের বিরল দৃশ্য ধরা পড়ল নাসার ক্যামেরায়

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মহাকাশে তারার বিস্ফোরণ! এ যেন এক অদ্ভুত দৃশ্য। সচরাচর না দেখা গেলেও এমনই এক দৃশ্য ধরা পড়ল নাসার হাবল স্পেস টেলিস্কোপে। মহাকাশ মানেই এক বিশাল সমুদ্র। সেখানে প্রতিনিয়ত কত কী ঘটে চলে। তেমনই তারার বিস্ফোরণের মতো দৃশ্যও দেখা গেল মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে।

Space | newsfront.co
সংবাদ চিত্র

প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। জানা যায়, পৃথিবী থেকে ৭০০ কোটি আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সির মধ্যে অবস্থিত এই তারাটি। জানানো হয় এই ভিডিওটি জুম করে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য, বুর্জ খলিফায় রঙিন আলোয় ভেসে উঠল গান্ধীজির ছবি

একটি দক্ষিণাঞ্চলীয় নক্ষত্রপুঞ্জ যা পৃথিবী থেকে ৭০০ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। সেখানের একটি স্পাইরাল গ্যালাক্সি এনজিসি ২৫২৫-এর একটি তারার বিস্ফোরণ ঘটে। ১৭৯১ সালে এই ‘স্পাইরাল নেবুলা’ আবিষ্কার করেন ব্রিটিশ মহাকাশবিদ উইলিয়াম হার্সেল।

নাসার মতে, যখন কোনও তারা কয়েক বিলিয়ন বছরে সূর্য যে শক্তি বিকিরণ করে তেমনটা করতে শুরু করে তখন তা বেশি দিন দৃশ্যমান হয় না। তবে এক্ষেত্রে হাবল স্পেস টেলিস্কোপ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ‘ইন্টারগ্যালাক্টিক পাপারাৎজি’কে ক্যামেরা বন্দি করতে সক্ষম হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here