বিধানসভা ভোটের আগেই নস্যশেখ পর্ষদ গঠন মমতার, কোচবিহারে মিষ্টি মুখ সদস্যদের

0
118

মনিরুল হক, কোচবিহারঃ

muslim community | newsfront.co
মিষ্টি মুখ। নিজস্ব চিত্র

দীর্ঘদিনের আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রীর কোচবিহারের রাসমেলার জনসভায় এসে নস্যশেখ উন্নয়ন পরিষদ ব্যাপারটা ভেবে দেখবেন বলে জানিয়েছিলেন। তারপরেও নানা রকম ভাবে আন্দোলন করেছিল এই সংগঠনের নেতৃত্বরা। তার পর আজ তারা একটি সরকারি নির্দেশিকায় জানতে পারে নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন হয়েছে। তার চেয়ারম্যান করা হয়েছে কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ানকে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই খুশির আবহ নস্যশেখ উন্নয়ন পর্ষদের কর্মী সমর্থকদের মধ্যে। তারা বিভিন্ন জায়গায় আনন্দের সাথে মিষ্টি বিতরণ করছে বলে জানা গিয়েছে।

notice | newsfront.co
নোটিশ

জানা গেছে, গত ২২ তারিখে এবিষয়ে অনগ্রসর শ্রেণী কল্যান বিভাগ তাদের সল্টলেক অফিস থেকে এই নোটিফিকেশন জারি করেছেন। সেই নোটিফিকেশন জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকার পিছিয়ে পড়া অন্যতম জনজাতি নস্যশেখ মুসলিম সম্প্রদায়ের জন্যও উন্নয়ন বোর্ড গঠন করেছে। এই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ানকে। এছাড়াও উত্তরবঙ্গের সাতটি জেলা থেকে ৭ জনকে এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন রাজ্য সরকার। এই সাতজন প্রত্যেকেই নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির। মোট ৮ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের সমর্থনে ডেবরায় সভা সুজনের

নস্যশেখ উন্নয়ন বোর্ডের অন্যতম সদস্য তথা নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান জানান, গত রাত বারোটার পর তার কাছে কাগজ এসে পৌঁছায়, যদিও গত ২২ তারিখে এ বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। নস্যশেখ উন্নয়ন বোর্ড গঠিত হওয়ায় নস্যশেখ সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। নস্যশেখ উন্নয়ন পরিষদ সংগঠনের তরফ থেকে বজলে রহমান জানান, এই পিছিয়ে পড়া নস্যশেখ জনজাতির মানুষের দীর্ঘদিনের আন্দোলন আজ সফল হতে চলেছে। যদিও ইতিমধ্যে উত্তর বাংলায় প্রায় আরও আঠারোটি জনজাতি যেমন- রাজবংশী, নমশূদ্র, মতুয়া, গোর্খা, লেপচা, গুরু, ভুটিয়া প্রভৃতি জনজাতিকে উন্নয়ন বোর্ড দেওয়া হয়েছে বলে সূত্র মাধ্যমে জানা গেছে।

বোর্ডের ঘোষণা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মী থেকে সাধারণ মানুষ আনন্দ উচ্ছ্বাসে নেমে পড়েছে। সকলেই রাজ্য সরকারের প্রতি বিভিন্নভাবে অভিবাদন জানাচ্ছে। সর্বোপরি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here