‘আমি উদ্বিগ্ন নই, আমি ক্রুদ্ধ’, দেশের হালহকিকত নিয়ে ঝেড়ে কাশলেন নাসির

0
157

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

দেশ জুড়ে সিএএ, এনআরসি বিক্ষোভকালীন পরিস্থিতিতে শাসক দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিনেতা, নাট্যকর্মী নাসিরুদ্দিন শাহ। সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর তরফে তাঁর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি উদ্বিগ্ন নই, আমি ক্রুদ্ধ।”

Naseeruddin Shah | newsfront.co
নাসিরুদ্দিন শাহ। চিত্র সৌজন্যঃ দ্য ওয়্যার

দেশের প্রধানমন্ত্রী এবং তাঁর দলের প্রতি কটাক্ষ করে নাসির বলেন উনি বোধহয় কখনওই ছাত্র ছিলেন না, তাই ওদের বক্তব্য তাঁর কানে পৌঁছায় না। তিনি ছাত্রদের প্রতি সহানুভুতিশীলও নন।

নরেন্দ্র মোদির একটি ভিডিও তে তিনি অত্যন্ত গর্বের সাথে বলেছিলেন যে উনি পড়াশুনা করেননি। এই বক্তব্যের অর্থ ছিল উনি অত্যন্ত আদ্যোপান্ত সাধারণ একটি মানুষ, যিনি শিক্ষাগত যোগ্যতা থেকে অনেকটাই দূরে; কিন্তু আজ দেশের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত।

মোদির সেই ভিডিও-র প্রসঙ্গ তুলে এ দিন নাসির বলেন, তিনি নিজে যেহেতু পড়াশুনা থেকে অনেক দূরে, তাই ছাত্রদের চিন্তাভাবনা, ছাত্রদের দেশ ও সমাজ নিয়ে সুবুদ্ধি, আলোচনা কোনওটাই নিতে সক্ষম নন তিনি।

অনবরত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শাসক দলের পক্ষ থেকে অত্যাচার ও হামলা প্রসঙ্গে নাসির বলেন, প্রধানমন্ত্রী ভালভাবেই জানেন, এই প্রজন্মের শিক্ষিত যুবসমাজ দেশ ও সমাজ নিয়ে কতটা ভাবনা চিন্তা করে।

আরও পড়ুনঃ সুরাটের বহুতলে ভয়াবহ আগুন

তাদের ক্ষুরধার যুক্তির সামনে আজকের অশিক্ষিত শাসক দল যে কোনও ভাবেই পাড় পায় না, সেই আশঙ্কা থেকেই নাগাড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর হামলা হচ্ছে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য।

কথা প্রসঙ্গে নাসির বলেন ধর্মের ভিত্তিতে দেশের সরকার এরকম একটি অসাংবিধানিক আইন প্রণয়ন করবে তা তিনি ভাবতেও পারেননি। নিজেকে পৃথক ভাবে মুসলিম তাঁর কোনওদিনই মনে হয়নি, বরং অনেক বেশি মনে হয়েছে সচেতন নাগরিক হিসাবে।

আরও পড়ুনঃ ‘টুকরে টুকরে গ্যাঙ’-এর অস্ত্বিত্ব নেই, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘‘জানি না আমার বার্থ সার্টিফিকেট আছে কি না। এত বছর এ দেশে কাজ করছি। পরিবারের বাকিরা কেউ পুলিশে, কেউ প্রশাসনে, কেউ সেনাবাহিনীতে কাজ করে এসেছে। আজ যদি ভারতীয়ত্বের প্রমাণ দিতে হয়, তাতে উদ্বেগ নয়, ক্রোধই জন্মায়। আমি উদ্বিগ্ন নই, আমি ক্রুদ্ধ।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here