অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
বিরাট কোহলি নেই সেটা নিয়ে চিন্তিত বোধহয় গোটা অস্ট্রেলিয়া। স্টিভ ওয়া, জাস্টিন ল্যাঙ্গেরদের পর একের পর এক উড়ে আসছে বিরাটের অনুপস্থিত তত্ত্ব।
সন্তান সম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে আসন্ন অস্ট্রেলিয়ার সফরের শেষ তিনটি টেস্টে খেলবেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি। শেষ তিন টেস্টে কোহলির না থাকায় হতাশ এবার অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও।
অস্ট্রেলিয়ার হয়ে ৩৯০ টেস্ট উইকেট শিকার করা লিঁও বলেছেন, “বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার বিরুদ্ধে খেলতে পারাটা, সব সময় আনন্দের। কিন্তু সিরিজের শেষ তিন টেস্টে কোহলি থাকছে না, এটা সকলের জন্য হতাশার। এতে প্রতিন্দ্বন্দিতা অনেকাংশেই কমে যাবে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের সঙ্গে কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান, তার না থাকা হতাশাজনক। তাকে ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা মিস করবে।“
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা টিম কোহলির
পাশাপাশি কোহলি না থাকলেও ভারতকে সহজভাবে নেওয়ার কোন সুযোগ নেই বলেও জানান লিঁও। কোহলিকে ছাড়াও ভারত শক্তিশালী দল। তিনি বলেন, “কোহলি ছাড়াও ভারত শক্তিশালী দল। চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও অজিঙ্কে রাহানের মত ব্যাটসম্যান আছে। এছাড়া তরুণরাও ভালো পারফরম্যান্স করছে। আমাদের জন্য সিরিজটা অনেকটাই চ্যালেঞ্জিং হবে।“
কোহলির জন্য হতাশা থাকলেও, দলের জন্য সুবিধা হয়েছে বলেও জানান লিঁও। তবে সিরিজ জিততে হলে, অনেক পরিশ্রম করতে হবে বলে জানান তিনি, “কোহলি না থাকা মানেই এই নয়, আমরা সিরিজ জিতে নিয়েছি। তবে হ্যাঁ, আমাদের জন্য কিছুটা সুবিধা হয়েছে। আমরা এগিয়ে থেকেই সিরিজ শুরু করবো। তবে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং মাঠে পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।”
আরও পড়ুনঃ সৌমিত্রকে শ্রদ্ধা ইস্টবেঙ্গলের
ওয়ান-ডে ও টি-২০ সিরিজ শেষ হওয়ার পর অ্যাডিলেড গোলাপী বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর এই দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়ে শুরু বর্ডার -গাভাসকার সিরিজ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584