শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি গান্ধী জয়ন্তীর সকালে গান্ধী স্মৃতি, রাজঘাটে গিয়ে রীতি মেনে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
এসবের মাঝে গান্ধী জয়ন্তীতে টুইটারে দিনভর ট্রেন্ডিং রইল মহাত্মার হত্যাকারীর প্রতি জয়ধ্বনি, ‘#নাথুরাম গডসে জিন্দাবাদ’। যারা গডসের জয়ধ্বনিতে টুইটার ভরিয়েছেন তাঁদের অধিকাংশই নিজেদের বিজেপি আইটি সেলের সদস্য বলে দাবি করছেন আবার অনেকের প্রোফাইলে লেখা রয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্য আবার কেউ রয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য।
The hero we never celebrated. #NathuramGodse #नाथूराम_गोडसे_जिंदाबाद #Baapu pic.twitter.com/5cVHK5Sa7w
— Sairam Kumar🇮🇳 (@18Sayee) October 2, 2021
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ‘ফেক নিউজ’ ছড়ানো আটকাতে নতুন তথ্যপ্রযুক্তি বিধি এনেছে কেন্দ্র। এতে বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে, ব্যক্তিগত স্পেসে সরকারি নজরদারির অভিযোগ উঠেছে বারে বারে কিন্ত কোন কিছুই কানে তোলেনি কেন্দ্র।
The reason I hate BJP is they believe in violence and murders of every single individual who is against their ideology.#NathuramGodse #HindutvaFascism #BlackLivesMatter pic.twitter.com/WabwpSRH7H
— Vishal (@Vishal04714910) October 3, 2021
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় মহাত্মার হত্যাকারীর নামে জয়ধ্বনি, ক্ষোভ প্ৰকাশ গান্ধি পরিবারের
এবার গুজরাতের কংগ্রেস নেতা দাবি তুলেছেন যেসব টুইটার অ্যাকাউন্ট থেকে নাথুরাম গডসে-র নামে জয়ধ্বনি তোলা হয়েছে সেগুলি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিক অমিত শাহের দপ্তর। দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করুক স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবিষয়ে তবে বিজেপি সাংসদ বরুণ গান্ধী বলেছেন এসব করে দিনের শেষে দেশেরই মুখ পোড়াচ্ছেন এই সব দেশভক্তরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584