গান্ধীজির জন্মদিনে টুইটারে টপ ট্রেন্ডে নাথুরাম

0
228

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আজ জাতির জনক মোহনদাস করম চাঁদ গান্ধীর ১৫১ তম জন্মদিন। লকডাউনের মধ্যেও দেশজুড়ে পালিত হচ্ছে গান্ধীজির জন্মদিন। সাধারণভাবে এই দিনটিতে যার নাম মানুষ মনে রাখতে চান না তিনি হলেন নাথুরাম গডসে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল জাতির জনকের জন্মদিনেই টুইটারে টপ ট্রেন্ডে স্থান পেল সেই নাথুরাম গডসের নাম।

Nathuram Godse | newsfront.co
গান্ধী ও গডসে। গ্রাফিক্স চিত্র

আজ, শুক্রবার সকাল থেকেই ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ এই ট্রেন্ডটি টুইটারের টপ ট্রেন্ড লিস্টে দেখা যায়। এই নিয়ে টুইটারে অনেক বিতর্কও শুরু হয়।

Twitter Top Trend | newsfront.co
টপ ট্রেন্ড

ভারতে দৈনিক ১০ কোটিরও বেশি মানুষ টুইটার ব্যবহার করে থাকেন সেখানে কীভাবে এই চিন্তাভাবনা টপ ট্রেন্ডে স্থান পায়, এই বিষয়টিই ভাবিয়ে তুলেছে ওয়াকিবহাল মহলকে।এই গোটা বিষয়টিকে টেকনিকাল ভাষায় বলা হয় টুইটার ট্রেন্ডস অ্যালগরিদম।

আরও পড়ুনঃ আরেকটা নমস্তে ট্রাম্প অনুষ্ঠান করবেন নাকি- মোদীকে খোঁচা চিদাম্বরমের

টুইটারের তরফে বলা হয়েছে, “এই অ্যালগরিদমের মাধ্যমে এই মুহুর্তে কোন বিষয়টি জনপ্রিয় তা স্থির হয়। টুইটারে এই মুহুর্তে কিংবা বেশ কয়েকদিন ধরে হট টপিক কী কী সেগুলিকে চিহ্নিত করেই এই তালিকা তৈরি করে টুইটার অ্যালগরিদম। সেক্ষেত্রে কোনও একটি বিষয়ে যদি একাধিক টুইট, আলোচনা, বিতর্ক, হ্যাশট্যাগ চলতে থাকে তবে তাকে তালিকায় নিয়ে আসে অ্যালগরিদম।“

আরও পড়ুনঃ হাথরাস যাওয়ার সময় তৃণমূল প্রতিনিধিদলের পথ আটকাল উত্তরপ্রদেশের পুলিশ

এবার প্রশ্ন হল ‘ট্রেন্ড অ্যালগরিদম’ কী? ট্রেন্ড অ্যালগরিদম হল এমন একটি বিষয় যা ইউজারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নির্ভর করে। অর্থাৎ তাঁরা কাকে ফলো করেছেন, কোন বিষয়ের প্রতি তাঁদের বেশি আগ্রহ, লোকেশন। তবে টুইটারের এই ট্রেন্ড লিস্ট ডেকস্টপ বা মোবাইল ইউজার সবার ক্ষেত্রেই এক। এটিকে কোনও কাস্টমাইজড লিস্ট বলা যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here