নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রয়াত প্রখ্যাত চিত্র পরিচালক এসপি জননাথন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬১, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকাল ১০ টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দিন কয়েক আগে সকালে নিজের বাসভবনে হঠাৎ সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁরই এক সহ-পরিচালক। তখনই তাঁকে ভর্তি করা হয় চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে। চিকিৎসকরা জানান তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিত্র পরিচালক অরুমুগা কুমার সংবাদ মাধ্যমকে জানান আজ সকালে ১০ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সম্মাননীয় পরিচালক ছিলেন এসপি জননাথন। এমন একজন ব্যক্তিত্বের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তামিল চলচিত্র জগতে। পরিচালক অরুমুগা কুমার টুইট করেন ” আমাদের পরিচালক #এসপি জননাথন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল ১০টা বেজে ৭ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।” এরপরেই একের পর এক শোকবার্তায় ভরে যায় টুইটার।
আরও পড়ুনঃ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক উদ্ধারে তিহার যোগ
জানা গিয়েছে, অসুস্থ হওয়ার আগে পর্যন্ত তিনি লাবাম ছবিটির সম্পাদনার কাজ করছিলেন। এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি ও শ্রুতি হাসান।
আরও পড়ুনঃ ৩১ মার্চ থেকে ব্যাংকের আইডি কোড-সহ বেশ কিছু বদলের সিদ্ধান্ত
এসপি জননাথন এর প্রথম পরিচালিত ছবি মুক্তি পায় ২০০৩ সালে ‘ইয়ারকাই’। এই ছবিতে অসামান্য কাজের জন্য জাতীয় পুরস্কার ও পান তিনি। এসপি জননাথনের ছবির বৈশিষ্ট্য হলো, সব ছবির মাধ্যমেই তিনি কিছু না কিছু সামাজিক বার্তা দিতেন এবং একই সঙ্গে নিজের মত বুঝিয়ে দিতেন ছবির মধ্যেই। তাঁর পরিচালিত বিখ্যাত ছবিগুলি হলো ইয়ারকাই, পেরানমাই, পুরমপক্কু, এঙ্গিরা, পধুভুডামাই। তাঁর শেষ ছবি লাবাম এখন মুক্তির অপেক্ষায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584