উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আগে আসন রফা ও সমঝোতা হলেও সেভাবে জোট হয়নি। তবে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ ভাবে লড়াইয়ের জন্য অনেক আগে থেকেই তৎপর হয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। এবার বাম-কংগ্রেসের এই জোট গঠনে সিলমোহর দিল সর্বভারতীয় কংগ্রেস।
যদিও এর অনেক আগে থাকতেই রাজ্যে বামেদের সঙ্গে জোট করতে হবে বলে রাজ্যের সব কংগ্রেস নেতা ও কর্মীদের অলিখিত একটি সার্কুলার জারি করেছিল কংগ্রেস হাইকম্যান্ড। এবার সেই অলিখিত সার্কুলারে সিলমোহর পড়ল বলে মনে করা হচ্ছে। উভয় দলের পক্ষ থেকে জোট বিষয়ে এগোনোর ফলে জোট প্রস্তুতি আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।
আরও পড়ুনঃ বিজেপির ধর্মীয় নীতি বাংলার মানুষ মেনে নেবে নাঃ সুজাতা মন্ডল খাঁ
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপিকে এরাজ্যে পরাস্ত করতে আন্তরিকভাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত রয়েছেন তাঁরা।প্রদেশ কংগ্রেস সভাপতি এখন দিল্লিতে রয়েছেন।
হাইকমান্ড সম্মতি দেওয়ায় বামফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগিতে কোনও বাধাই আর থাকছে না বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরি।
আরও পড়ুনঃ স্টেট এজেন্সি কেন্দ্রের প্রকল্পের কোনো কাজ করতে চায় নাঃ প্রলহাদ সিং প্যাটেল
তিনি বলেন,” নতুন বছরের সূচনাতেই আসন বণ্টনের বিষয়টি নিয়ে বামফ্রন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। এবার আর কোনও বাধা রইল না।” বিমান বসু জানিয়েছেন, ষোলটি বাম দলের তরফে বৈঠক করে অবিলম্বে তাঁরাও আসন বণ্টনের বিষয়টি সেরে ফেলতে চান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584