শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কলেজ স্ট্রিটে বন্ধ মেসের মধ্যে গ্যাস লিকের কারণে মৃত্যু হয়েছিল প্রেসিডেন্সি কলেজের ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। ২০১৫ সালের সেই ঘটনায় এবার ৬৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল অর্থাৎ জাতীয় পরিবেশ আদালত। সুমন্তিকার পরিবারকে ১ মাসের মধ্যে সেই ক্ষতিপূরণের টাকা দ্য গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনকে মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ ট্রাইবুনালের বিচারপতি এস ওয়াংডি-র বেঞ্চের।
এমনকি নির্ধারিত টাকা সময় মত না মেটালে অতিরিক্ত ১২ শতাংশ সুদ সহ টাকা মেটাতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। গ্যাস সংস্থার গাফিলতির কারণেই এই মৃত্যু বলে আদালতের বিচারে দোষী সাব্যস্ত হল দ্য গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৪ জানুয়ারি কলেজ স্ট্রিটের মেস থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন সুমন্তিকা ও তার রুমমেট বান্ধবী৷ তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন জলপাইগুড়ির বাসিন্দা সুমন্তিকা। ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের মুচিপাড়া থানা।
আরও পড়ুনঃ করোনা রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও সৎকারে বাধা, ১৮ ঘণ্টা পড়ে থাকল বৃদ্ধার দেহ
কলেজ স্ট্রিটের যে ঘরে থাকতেন সুমন্তিকা ও তাঁর সহপাঠী, সেই ঘরের জানলার নীচেই ছিল গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই-এর পাইপলাইন। সেই পাইপলাইন লিক হয়ে গ্যাস বের হওয়ার অভিযোগ উঠেছিল। সেই বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে সুমন্তিকার, পুলিশের তদন্তে এমন তথ্য সামনে আসে৷ এমনকি ফরেন্সিক রিপোর্টেও গ্যাস লিকের কারণেই মৃত্যুর সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়। বহু জায়গায় পরবর্তী কালে গ্যাস সরবরাহ বন্ধ করা হলেও পাইপলাইন থেকে যাওয়ার ফলে তা নষ্ট হয়ে ফুটো হয়ে গ্যাস লিক করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল ফরেন্সিক টিম।
আরও পড়ুনঃ থানা তুলে দেওয়ার অদ্ভূত আর্জি জমা পড়ল হাইকোর্টে
মৃত ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বাবা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ চেয়ে গ্যাস সংস্থার বিরুদ্ধে মামলা করেন ট্রাইবুনালে। এতদিন ধরে চলছিল সেই মামলা। বুধবার ভিডিও শুনানির পর রায় ঘোষণা করে এই নির্দেশ জানিয়ে দেয় জাতীয় পরিবেশ আদালত।
সুমন্তিকার পরিবারের আইনজীবী সোমনাথ রায়চৌধুরী বলেন, “দীর্ঘ লড়াইয়ের পর বড় জয়। জীবনের কোনও মূল্য হয় না। কিন্তু এতে ওই সংস্থার গাফিলতিই প্রমাণিত হল।’ পরিবেশ আদালতের এই রায় সুমন্তিকা ও তার পরিবার ন্যায়বিচার পেল বলে মনে করছে তার পরিবার এবং বন্ধুরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584