হাওড়ায় কিশোরী ক্যারাটে খেলোয়াড়ের রহস্যমৃত্যু

0
277

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আত্মঘাতী জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারী। বয়স ১৪। হাওড়ায় জাতীয় স্তরের কিশোরী ক্যারাটে খেলোয়াড়ের এই রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে বালির দেশবন্ধু ক্লাব এলাকার বাড়িতে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়।

Pamela Adhikari
পামেলা অধিকারী। সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

পরিবারের অভিযোগ, পামেলাকে ব্ল্যাকমেল করত এক যুবক। ওই যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল বলে দাবি পামেলার পরিবারের। নাবালিকার মায়ের দাবি, আত্মহত্যা নয়, মেয়েকে খুন করা হয়েছে।

১৪ বছর বয়সী পামেলা অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। জাতীয়স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিত পামেলা। অন্যদিকে ইউটিউবেও নিজের চ্যানেল ছিল পামেলার। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল কিশোরীকে এলাকায় প্রায় সকলেই চিনত। আচমকা তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ ভয়াবহ! প্রয়োগ হচ্ছে বাতিল হয়ে যাওয়া ৬৬(ক) আইনঃ সুপ্রীম কোর্ট

পামেলার দিদি প্রিয়াঙ্কার অভিযোগ, ‘পামেলার দিদি প্রিয়াঙ্কার দাবি, দু’বছর ধরে সানি খান নামে এক যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল। সেইসময় সানি এবং পামেলা কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলেছিল বলে অভিযোগ প্রিয়াঙ্কার। তিনি দাবি করেন, তারইমধ্যে অপর এক যুবতীর সঙ্গে বিয়ে করে নেয় সানি। কিন্তু তারপরেও সেই ব্যক্তিগত মুহূর্তের ছবি দেখিয়ে পামেলাকে ব্ল্যাকমেল করত সানি।মেয়ের মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছেন পামেলার মা। রবিবার রাতে পামেলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বালি থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here