নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
বিশ্ব খেলাধূলার অপর থাবা বসিয়েছে মারণ করোনা। একের পর এক টুর্নামেন্টে, পুরস্কার বিতরণ ভেস্তে গিয়েছে। তবে আপাতত বাতিল না হলেও চলতি বছর অনিশ্চিত দেশের জাতীয় ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠান।
প্রতি বছর রাষ্ট্রপতি ভবন থেকে ২৯ আগস্ট হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনের দিন রাজীব গান্ধী খেলরত্ন-সহ বিভিন্ন জাতীয় ক্রীড়া সম্মান প্রদান করা হয়। দেশের নির্বাচিত খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় রাজীব খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্যের সম্মান। তবে চলতি বছর করোনার জেরে সম্ভবত পিছিয়ে যাচ্ছে জাতীয় ক্রীড়া সম্মান প্রদানের সেই দিন।
আরও পড়ুনঃ পন্টিংয়ের থেকে ধোনিকে এগিয়ে রাখছেন আফ্রিদি
কারন, ক্রীড়ামন্ত্রকের কাছে রাষ্ট্রপতি ভবন থেকে এবিষয়ে কিছু জানানো হয়নি এখনও। ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সবুজ সংকেত এসে না পৌঁছনোয় এখনও জানা যায়নি কবে অনুষ্ঠানটি আয়োজিত হবে। এই সময়ের মধ্যে এসে যাওয়ার কথা। কোনো খেলোয়াড়কে লকডাউন না উঠলে রাষ্ট্রপতি ভবনে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। সরকার চিন্তা করছে রাষ্ট্রপতিকে দিয়ে পুরস্কার জয়ীদের ভার্চুয়াল শুভেচ্ছা পাঠিয়ে দেওয়ার। নাহলে পরে দুই মাস অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584