নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টেলিভিশন হল মানুষের মনকে ভারমুক্ত করার এবং প্রফুল্লতা বজায় রাখার কার্যকরী একটি উপায়। সেখানেই যদি চলে আসে ‘ইফস অ্যান্ড বাট’-এর চোখরাঙানি তখন আর কী উপায়?
এই লকডাউনে দর্শকের মন ভাল করতে ইতিমধ্যেই জি বাংলা নিয়ে এসেছে তারকাদের অন্দরমহল, নন স্টপ আবোল তাবোল, লকডাউন ডায়েরিজ, সারেগামাপা’র ২৫ বছরের নানা এপিসোড। সবই দর্শকের কথা মাথায় রেখে। তবে, এবার আরও একটু নড়েচড়ে বসেছে চ্যানেল। দর্শককে তার চাহিদা মেটাতেই হবে।
সম্রাট ঘোষ (ক্লাস্টার হেড-ইস্ট, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড) জানিয়েছেন- “সাফল্যের মন্ত্রে প্রতিফলিত হয়েছে জি বাংলা। বিনিয়োগগুলি যেখানে সর্বত্র কাঁপতে শুরু করেছে, আমরা তাজা, প্রাসঙ্গিক এবং অর্থবহ বিষয়বস্তুতে বিনিয়োগ করে আমাদের শ্রোতাদের বিনোদনের কথা মাথায় রেখে চলেছি প্রতিদিন। আর তাই নতুন কিছু শো এই লকডাউনে হাজির করেছি।”
আরও পড়ুনঃ প্রয়াণ দিবসে স্মরণঃ ঋতু’দা… তোমায় ভুলব না
জি বাংলা এবার প্রস্তুত নতুন করে শুরু করার জন্য। শুটিং শুরুর পরেই ধাক্কা খায় নতুন দুটি ধারাবাহিক ‘কাদম্বিনী’ এবং ‘ক্ষীরের পুতুল’। এবার সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সবরকম নির্দেশিকা মেনে পা বাড়াবে চ্যানেল। পাশাপাশি ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘জয় বাবা লোকনাথ’ এবং ‘নেতাজি’রও শুরু হবে শুটিং।
সব ঝড় থামিয়ে সব বিঘ্ন কাটিয়ে নতুন করে পথ চলার মন্ত্র বুকে ধরে তাই আজ চ্যানেলের স্লো গান “নতুন ছন্দে ফিরবে বাংলা’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584