শ্যামল রায়,কালনাঃ
মঙ্গলবার বিকেল নাগাদ মন্তেশ্বর থানা মেমারী মালডাঙ্গা রোডে যাত্রীবোঝাই বাস উল্টে জখম কুড়ি জন।জখম সকলকে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় পাঁচজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে।জানা গিয়েছে যে,এদিন যাত্রী বোঝাই বাসটি মালডাঙ্গা থেকে মেমারি দিকে আসছিল।বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মেমারি মালডাঙ্গা রোডে মিরপুর গ্রামের কাছে একটি নয়ানজুলিতে বাসটি উল্টে যায়।
এলাকাবাসীর অভিযোগ যে সকাল থেকে অনবরত বৃষ্টির কারণে রাস্তাটি যথেষ্ট পিচ্ছিল ছিল এর ফলে বাসটি তার যন্ত্রাংশ খারাপ হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বলে খবর।
বাসটি উল্টে গিয়েছে এই খবরে এলাকার মানুষজন ছুটে আসেন এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।দ্রুত জখম যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়।এই ঘটনাকে ঘিরে মেমারি মালডাঙ্গা রোডে সাময়িকভাবে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: বিজিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নেই ডাক্তার, নার্স-ফার্মাসিস্ট দু’ঘন্টা রুগী দেখেন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584