সেবকে তলিয়ে পর্যটক গাড়ির খোঁজে নৌসেনা

0
51

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

টানা আটদিন ধরে তিস্তায় উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি দুজন পর্যটক ও গাড়ি। যদিও পর্যটক ও গাড়িটিকে উদ্ধার করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর।

navy to find tourist cars
নিজস্ব চিত্র

তবে নিখোঁজ পর্যটকদের পরিবারের ও গাড়ি চালকের পরিবারের দাবি ছিল উদ্ধারকার্যে মোতায়েন করা হোক সেনা বাহিনীকে।

অপরদিকে মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।সেখানে গিয়ে কথা বলেন পর্যটক ও গাড়ির চালকের পরিবারের সাথে।

আরও পড়ুনঃ হাতির আক্রমণে মৃত্যু,মৃতদেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

এর পাশাপাশি কথা বলেন বিপর্যয় মোকাবিলা বাহিনী আধিকারিকদের সাথেও। অপরদিকে গতকাল গজলডোবার তিস্তার লকগেটে ভেসে উঠে একটি মৃতদেহ। এরপর সনাক্ত হয় সেটি গাড়ি চালক রাকেশ রাইয়ের মৃত দেহ।তবে এখনও পর্যন্ত খুজে পাওয়া যায়নি গৌরব শর্মা ও গোপাল নারওয়ানি।গতকালই সেবকে উপস্থিত হন নৌসেনা। এরপর এদিন সকাল থেকেই তল্লাশি শুরু করে নৌসেনা।

navy to find tourist cars
নিজস্ব চিত্র

যদিও গতকালের পর এদিন সকালে ফের সেবকে উপস্থিত হন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে
বলেন যে,বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে যা সরঞ্জাম রয়েছে তাতে যদি না হয় তাহলে রাজ্যের উপর মহলের সাথে কথা বলে বিশখাপত্তনম থেকে নৌ-সেনার অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে আসার বন্দোবস্ত করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here