ইসলাম ধর্মের হয়েও হিন্দু জনজাতি শংসাপত্রের ব্যবহার! ওয়াংখেড়ের স্কুলের শংসাপত্র প্রকাশ নবাব মালিকের

0
83

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

মুম্বাই ক্রুজশিপ মাদক মামলায় এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর জালিয়াতির অভিযোগ তোলেন এনসিপি নেতা নবাব মালিক।

Sameer Wankhede
এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে, ছবি: পিটিআই

নবাব মালিকের সুস্পষ্ট অভিযোগ যে এনসিবি সমীর ওয়াংখেড়ে জন্মগতভাবে ইসলাম ধর্মাবলম্বী হলেও ভুয়ো হিন্দু জনজাতি শংসাপত্র ব্যবহার করে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন এবং সরকারি চাকরি পেয়েছেন। এর আগে নবাব মালিক সমীর ওয়াংখেড়ের জন্ম শংসাপত্রও প্রকাশ্যে এনেছিলেন, যেখানে তাঁর নাম সমীর দাউদ ওয়াংখেড়ে হিসাবেই উল্লেখ করা ছিল।

মুম্বই ক্রুজশিপ মাদক মামলার তদন্ত শুরু হওয়ার কিছুদিন পরে থেকেই এনসিবির জ়োনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে নিশানা বানিয়েছিলেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি তখন থেকেই দাবি করেন যে, সমীর ওয়াংখেড়ে ভুয়ো জনজাতি সার্টিফিকেট দেখিয়ে সরকারি সুবিধা নিচ্ছেন। আদতে সমীর হিন্দু নন। এরপরই এ দিন মুম্বইয়ের ওয়াডালার সেন্ট জোসেফ হাই স্কুল এবং দাদারের সেন্ট পলস হাই স্কুল থেকে সমীর ওয়াংখেড়ের সার্টিফিকেট বের করে পোস্ট করা হয়। ওই সার্টিফিকেটে সমীর ওয়াংখেড়ের নাম “সমীর দাউদ ওয়াংখেড়ে” বলে উল্লেখ করা রয়েছে।এবং ধর্মেও সমীর মুসলিম বলে উল্লেখ করা আছে।

আরও পড়ুনঃ সিবিআই, ইডি ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে শীর্ষ আদালতে কংগ্রেস

এর পাল্টা সমীর ওয়াংখেড়ের পরিবারের তরফেও বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। যেমন ১৯৯৫ সালের স্কুল উত্তীর্ণ হওয়ার শংসাপত্রে তাঁর নাম উল্লেখ রয়েছে “ওয়াংখেড়ে সমীর ধ্যানদেব” হিসাবে। জাতি হিসাবে উল্লেখ করা রয়েছে “মাহার”, যা একটি হিন্দু জনজাতি। অন্যদিকে, নবাব মালিক দাবি করেছেন, সমীরের পরিবারের তরফে যেসমস্ত শংসাপত্র দাখিল করা হয়েছে তার সবই ভুয়ো, পরবর্তীতে কম্পিউটারে বানানো।

আরও পড়ুনঃ হায়দারপোরায় সাজানো পুলিশি সংঘর্ষে গ্রামবাসীদের মৃত্যুর অভিযোগে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ

মাদক মামলার তদন্তে ধর্ম বিতর্ক বিষয়ে মহারাষ্টে্রের মন্ত্রী নবাব মালিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে মূল বিষয় সমীর ওয়াংখেড়ের ধর্ম নয়, তিনি কীভাবে ভুয়ো শংসাপত্র দেখিয়ে এনসিবি অফিসার হয়েছেন, সেই দুর্নীতি সকলের সামনে আসা প্রয়োজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here