যোগী প্রশাসনের নির্দেশে পরিবার-সহ ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে নওয়াজউদ্দিন

0
59

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

মুম্বই থেকে উত্তর প্রদেশে পৌঁছতেই বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন ও তাঁর পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিল উত্তর প্রদেশ প্রশাসন। আর কিছুদিন পরেই ইদ। পরিবারের সঙ্গে এই খুশির ইদ উৎসব পালন করতে মুম্বই থেকে সড়কপথে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলার বুধানার বাড়িতে পৌঁছেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর পরিবার।

Nawazuddin Siddiqui | newsfront.co
ফাইল চিত্র

প্রশাসনের থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেই উত্তরপ্রদেশ পৌঁছান অভিনেতা। বুধানায় দেশের বাড়িতে ফেরার পরই পরিবার সহ নওয়াজউদ্দিনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশিকা দিয়ে আসেন বুধানা পুলিশ সার্কেলের স্টেশন হাউস অফিসার কুশপাল সিং। পরিবার সমেত তারকার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। তা স্বত্ত্বেও কোনো ঝুঁকি নিতে চায় না যোগী প্রশাসন। তাই তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কাটল ধোঁয়াশা, শেষ দিনে জানা গেল ‘আত্মনির্ভর ভারত’-এ প্রকৃত বরাদ্দ

শীঘ্রই মুক্তি পেতে চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনীত নতুন ছবি ‘ঘুমকেতু’। লকডাউনের জেরে প্রেক্ষাগৃহ বন্ধ। তাই ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ছবিটি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজ ছাড়াও ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, রণবীর সিং, সোনাক্ষী সিনহা, অনুরাগ কশ্যপ, ইলা অরুণ, রঘুবীর যাদব, সদানন্দ কিরকিরে এবং রাগিনী খান্না। এক উঠতি লেখকের গল্প নিয়ে ২২মে জি ফাইভে মুক্তি পাবে পুষ্পেন্দ্র নাথ মিশ্রা পরিচালিত ছবি ‘ঘুমকেতু’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here