ছেলেদের পিছনে ফেলে জেলায় প্রথম নয়নিকা,মেধা তালিকায় ষষ্ঠ

0
311

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ

উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে ষষ্ঠস্থান অধিকার করেছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নয়নিকা রায়। এবং জেলায় প্রথম স্থান অধিকার করেছেন। ছেলেদের পিছনে ফেলে নয়নিকা প্রথম হয়েছে জেলায়। তার মোট প্রাপ্ত নম্বর ৪৮৫। কলা বিভাগের ছাত্রী সে। বাড়ি বালুরঘাট শহরের আর্য্যসমিতি এলাকায়। বাবা প্রাথমিক শিক্ষক । আগামী দিনে সে ইংরেজি নিয়ে পড়াশুনা করতে চায়। নয়নিকার অভাবনীয় এই ফলে খুশি নয়নিকার পরিবার ও স্কুলের শিক্ষকরা। শুক্রবার সকালে টিভির পর্দায় রেজাল্টের খবর পেতেই নয়নিকার বাড়িতে হাজির হয় শিক্ষক থেকে পাড়া প্রতিবেশীরা। মিষ্টি মুখ করিয়ে চলে সংবর্ধনা দেওয়ার পালা। এদিকে মাধ্যমিকে ললিত মোহন আদর্শ স্কুল প্রথম দশে ঠাঁই না পেলেও উচ্চ মাধ্যমিকে একই স্কুল থেকে দু’জন প্রথম দশে স্থান পেয়েছে।

নিজস্ব চিত্র

ষষ্ঠ স্থানের পর বালুরঘাট ললিত মোহন আদর্শ স্কুল থেকেই নবম স্থান অধিকার করল প্রত্যূষা সাহা। জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। তার মোট প্রাপ্ত নম্বর ৪৮২। টেস্টে সে পেয়েছিল ৪৭৫। আগামী দিনে রসায়ন নিয়ে পরে গবেষক হওয়ায় ইচ্ছে প্রত্যূষার। প্রত্যূষার বাড়ি বালুরঘাট শহরের চৌরঙ্গী এলাকায়। বাবা মা দু’জনেই পোস্ট অফিসে চাকরি করে। প্রত্যূষার অভাবনীয় এই ফলে খুশি নয়নিকার পরিবার ও স্কুলের শিক্ষকরা। শুক্রবার সকালে টিভির পর্দায় রেজাল্টের খবর পেতেই প্রত্যূষার বাড়িতে হাজির হয় শিক্ষক থেকে পাড়া প্রতিবেশীরা। মিষ্টি মুখ করিয়ে চলে সংবর্ধনা দেওয়ার পালা। এদিকে মাধ্যমিকে ললিত মোহন আদর্শ স্কুল প্রথম দশে ঠাঁই না পেলেও উচ্চ মাধ্যমিকে একই স্কুল থেকে দু’জন প্রথম দশে স্থান পেয়েছে।

প্রত্যূষা জানায়, ৮০ শতাংশের বেশী নম্বর পাব আশা ছিল। তবে প্রথম দশে স্থান পাব ভাবিনি। খুব ভাল লাগছে। আগামী দিনে রসায়ন নিয়ে পরে গবেষণা করতে চায় সে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here