দুর্নীতি মামলায় গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী খাজা মহম্মদ আসিফ

0
91

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ইসলামাবাদ থেকে মঙ্গলবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আসিফকে গ্রেপ্তার করে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা এনবিএ।

Khawaja Asif | newsfront.co
খাজা মহম্মদ আসিফ-ফাইল চিত্র

আসিফের বিরুদ্ধে আয় বহির্ভূত অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। প্রেস বিবৃতিতে এনএবি-এর আধিকারিকরা জানিয়েছেন, তাদের লাহোর কার্যালয়ের কর্মকর্তারা আসিফকে গ্রেপ্তার করেছেন।পিএমএল-এনের মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব বলেছেন, দলীয় একটি সভা শেষে বের হওয়ার পরই আসিফকে হেফাজতে নেয় এনএবি।

আরও পড়ুনঃ করোনা নিয়ে প্রতিবেদন, মহিলা সাংবাদিককে কারাদন্ড চিনের

এনএবি সূত্রে জানা গিয়েছে, খাজা আসিফকে আয়-সহ সম্পত্তির অন্যান্য বিবরণী দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুবাই থেকে পাওয়া বিপুল অর্থের উৎস ঘোষণা করতে পারেননি আসিফ।

আসিফকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। লন্ডনে অবস্থানরত নওয়াজ বলেছেন, সরকারের অবস্থা যে ভালো নয়, তা এই গ্রেপ্তারের মাধ্যমেই প্রমাণিত।

আরও পড়ুনঃ দুষ্কর্ম অজানা! শাহীনবাগের বন্দুকবাজকে মিষ্টিমুখ করিয়ে দলে নিয়েই বহিষ্কার বিজেপির

প্রসঙ্গত, নওয়াজ শরিফের কন্যা তথা পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ অভিযোগ করেছেন, তাঁর বাবার বিরুদ্ধে যেতে আসিফকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি তা করতে রাজি না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফসহ দলটির আরও অনেক নেতার বিরুদ্ধেই দুর্নীতির মামলা আছে।

পিএমএল-এন নেতা আসিফকে এমন এক সময় গ্রেপ্তার করা হলো, যখন পাকিস্তানের বিরোধী জোট পিডিএম দেশজুড়ে জোরদার সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। এই জোট পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here