ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আরিয়ান মাদক মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এনসিবি-র জোনাল আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এনসিবি-র জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে ‘বিভাগীয় তদন্ত’-এর নির্দেশ দিয়েছে এনসিবি।
এনডিপিএস কোর্টেও তেমন সুবিধা করতে পারেনি এই কেন্দ্রীয় সংস্থা ও তার জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। নিজের বয়ান পালটে ফেলা প্রভাকর সেইলের হলফনামা নিয়ে কোনওরকম নির্দেশ দেয়নি বিশেষ মাদক আদালত।
এমনকি, নিম্ন আদালতও সাফ জানায়, বিষয়টি ইতিমধ্যেই হাইকোর্টে বিচারাধীন তাই সেই নিয়ে কোনও মন্তব্য করবে না আদালত। উল্লেখ্য, মঙ্গলবরাই হাইকোর্টে আরিয়ান খান, আরবাজ মার্চেন্টদের জামিনের শুনানি।এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, মঙ্গলবার হাইকোর্টে শুনানি শুরুর কয়েক ঘন্টা আগেই সোমবার রাতে দিল্লিতে হাজির হন সমীর ওয়াংখেড়ে।
আরও পড়ুনঃ লখিমপুর খেরি মামলায় উত্তরপ্রদেশ পুলিশকে সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিন দিল্লিতে সংবাদমাধ্যমের কর্মীরা জানতে চান এনসিবি-র সমন পেয়েই কি তবে আচমকা দিল্লিতে এসেছেন তিনি? উত্তরে সমীর ওয়াংখেড়ে জানান, তাঁকে কোনও সংস্থার তরফে সমন পাঠানো হয়নি। ব্যক্তিগত কাজে তিনি দিল্লিতে এসেছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে সাফ জানান এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে।
আরও পড়ুনঃ আরিয়ান কান্ডে ২৫ কোটি টাকার ডিলের প্রস্তাব NCB-র, চাঞ্চল্যকর অভিযোগ! ওয়াংখেড়ের পদত্যাগ দাবি মেহেতার
এনসিবি-র তরফে বলা হয়েছে এজেন্সির মুখ্য ভিজিল্যান্স অফিসারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি দল সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবেন। তবে আদালতে সমীর ওয়াংখেড়ের পাশেই দাঁড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা এনসিবি। গত ১৫ বছরের পেশাগত জীবনে ওয়াংখেড়ের নামের সঙ্গে কোনও দুর্নীতি জড়িয়ে নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584