ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
গ্রেপ্তার করা হতে পারে তাঁকে, এই আশঙ্কায় আদালতের দ্বারস্থ হলেন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। শাহরুখ-পুত্র আরিয়ানের মাদক মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অচেনা ব্যক্তিরা আইনি পদক্ষেপ করার পরিকল্পনা করছেন। এমন আশঙ্কায় সুরক্ষা চাইতে মাদক মামলার বিশেষ আদালতের দ্বারস্থ হলেন এনসিবির উচ্চ পদস্থ আধিকারিক সমীর ওয়াংখেড়ে।
ঘটনার সূত্রপাত আরিয়ানের গ্রেপ্তারির পরে এনসিবি দপ্তরের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে। ভিডিওতে দেখা যায় আরিয়ানকে ফোনে কথা বলাচ্ছেন এনসিবির তরফের সাক্ষী কেপি গোসাভি। পরে অভিযোগ উঠেছে ঐ ফোনে ২৫ কোটি টাকা দাবি করা হয়। এছাড়াও আরেক সাক্ষী প্রভাকর সাইল অভিযোগ করেছেন, প্রমোদতরীতে তল্লাশি চালানোর দিন এনসিবি তাঁকে দিয়ে ১০ পাতার একটি ফাঁকা পঞ্চনামা সই করিয়ে নেয়। আরিয়ান মামলায় নানাবিধ অনৈতিকতার অভিযোগে আপাতত জর্জরিত এই কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুনঃ আরিয়ান কান্ডে ২৫ কোটি টাকার ডিলের প্রস্তাব NCB-র, চাঞ্চল্যকর অভিযোগ! ওয়াংখেড়ের পদত্যাগ দাবি মেহেতার
ইতিমধ্যেই, বলিউডের তরফে এনসিবির বিরুদ্ধে উঠে এসেছে বহু মতামত, পাশাপাশি শিবসেনার তরফেও বেশ কিছু বিবৃতি দেওয়া হয় আরিয়ান কাণ্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গুজরাটের মুন্দ্রা বন্দরে ধরা পড়া বিপুল পরিমাণ মাদকের কথাও মনে করিয়ে দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584