শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কর্নাটকের বার অ্যাসোসিয়েশনের এক সভায় দেশের আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে বেশ কিছু মূল্যবান মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়েও এদিন তিনি আলোচনা করেন। প্রধান বিচারপতি এদিন এও বলেন দেশের বিপুল জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আইনি ব্যবস্থা। ঔপনিবেশিক আইনি প্রক্রিয়ার পরিবর্তন হয়ে ‘ভারতীয়করণ’ হওয়া প্রয়োজন, মত দেশের প্রধান বিচারপতি এনভি রামানার।
প্রধান বিচারপতি রামানার কথায়, সাধারণ মানুষের বিচারক এবং আদালতকে যেমন সম্ভ্রম দেখানো উচিত তেমনই আদালতেরও উচিত জনসাধারণের প্রতি সহমর্মী হওয়া। প্রধান বিচারপতি বলেন, যে কোনও আইনি ব্যবস্থার মূল হচ্ছেন মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁদের স্বার্থে আদালতের স্বচ্ছ এবং দায়বদ্ধ হওয়াই কাম্য।
আরও পড়ুনঃ বাল্যবিবাহে নথিভুক্তিকরণ বিল পাশ রাজস্থানে, প্রতিবাদে মুখর বিজেপি
এদিনের সভায় ভারতের আইন প্রক্রিয়ার আরেকটি বহু চর্চিত বিষয়েরও সমালোচনা করেন প্রধান বিচারপতি রামানা, তা হল বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা। এই সমস্যা সমাধানে এদিন বিকল্প আইনি ব্যবস্থার পক্ষেও সওয়াল করেন দেশের প্রধান বিচারপতি। আরো একটি উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে তাঁর বক্তব্যে।
আরও পড়ুনঃ স্টুডেন্ট ও কৃষক ক্রেডিট কার্ডে ঋণ দিতে অনীহা, ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে নবান্ন
গ্রাম ও শহরের মধ্যে ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়ায় বৈষম্য রয়েছে, একথা মেনে নিয়ে প্রধান বিচারপতি বলেন, “অনেক সময় গ্রামের মানুষ ইংরেজি ভাল করে বোঝেন না বলে হয়রানির শিকার হন। বেশি অর্থও খরচ হয় তাঁদের। শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়া থেকে দূরে সরে যান। এই পরিস্থিতির পরিবরতন বাঞ্ছনীয়।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584