মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
২০২০ টোকিও অলিম্পিকের ময়দানে জ্যাভেলিন থ্রোয়ে ইতিহাস গড়েন নীরজ চোপড়া। জয় করেন সোনার পদক। এরপরই দেশে ফেরেন ভারতের এই সোনার ছেলে। দেশে ফেরার পর থেকেই তাঁর শরীর খারাপ। জ্বর, গলা ব্যথায় কাবু হয়েছিলেন নীরজ চোপড়া।
প্রচন্ড জ্বরের কারণে ১৭ অগাস্ট, মঙ্গলবার পানিপথের অনুষ্ঠানের মাঝপথে তাঁকে বিদায় জানাতে হয়। শরীর অসুস্থ থাকায় এদিনই পানীপথের অনুষ্ঠান চলাকালীনই তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীরজের বন্ধু এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ নীরজ একটা কার ব়্যালি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকালেই দিল্লি থেকে পানিপথে গিয়েছিলেন। গন্তব্যে পৌঁছতে তাঁর প্রায় ৬ ঘণ্টা সময় লাগে। এরপর অনুষ্ঠান চলাকালীনই নীরজ অসুস্থ হয়ে পড়েন। মনে করা হচ্ছে, তীব্র গরমের কারণেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তাঁকে প্রাথমিক ওষুধপত্র দেওয়া হয়েছে। জ্বর ও গলা ব্যথা থাকায় নীরজের কোভিড টেস্ট হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসে। তবে জ্বর কিছুতেই কমছে না তাঁর।
আরও পড়ুনঃ সূচি ঘোষণা টি ২০ বিশ্বকাপের, দুবাইতে ২৪ অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচ
টোকিও অলিম্পিকে সোনা জয় করেছেন ভারতের নীরজ চোপড়া। সম্প্রতি অলিম্পিকে একমাত্র সোনা তিনি জয় করেন। এরপরই টোকিও অলিম্পিক থেকে ফেরার পরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নীরজ চোপড়া। তাঁকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে হচ্ছে। ফলে তাঁর একটুও শারীরিক বিশ্রাম হচ্ছে না। গায়ে জ্বর নিয়েই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে লাল কেল্লার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নীরজ। তখন থেকেই জ্বর কমছে না তাঁর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584