মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
ক্রীড়াক্ষেত্রে আনন্দ সংবাদ। ক্রীড়াজগতে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। এই পুরস্কার পাচ্ছেন আরও ১১ জন ক্রীড়াবিদ।

১৩ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে নীরজ চোপড়া-র পাশাপাশি খেলরত্ন পুরস্কার দেওয়া হবে বক্সার লভলিনা বর্গোহাঁই, ভারতের পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ, পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ, টোকিও অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর রবি কুমার দাহিয়া, প্যারা অ্যাথলিট অবনী লেখারা, প্যারা অ্যাথলিট প্রমোদ ভগৎ, প্যারা অ্যাথলিট সুমিত আন্টিল, প্যারা অ্যাথলিট কৃষ্ণা নাগর, ক্রিকেটার মিতালি রাজ এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে। ওই একইদিনে অর্জুন পুরস্কার পাচ্ছেন ৩৫ জন অ্যাথলিট।
আরও পড়ুনঃ টানা চার জয়ে আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছাল বাবর আজমের দল
এই প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘আগামী ১৩ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ও অর্জুন পুরস্কার দেওয়া হবে। এই অনুষ্ঠানে ১২ জন অ্যাথলিট পাবেন খেলরত্ন পুরস্কার। অর্জুন পুরস্কার দেওয়া হবে ৩৫ জন অ্যাথলিটকে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584