মনোদীপ ব্যানার্জী,স্পোর্টস ডেস্কঃ
ভারত যে ফাইনাল খেলবে এমনটা ধরেই নিয়ে ছিল ভারতীয় দলের সমর্থকেরা।
কিন্তু সমস্ত আশায় নিরাশায়: পরিণত হল সেমিফাইনাল ম্যাচে।নিউজিল্যান্ডের কাছে হেরে উনিশের বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত।আর ফাইনালে পৌঁছায় নিউজিল্যান্ড।পছন্দের দল ফাইনালে না থাকলে মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহটা যে অনেকটা কমে যায়,এটা ভালোই জানেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম।
তাই ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে তার অনুরোধ ম্যাচ না দেখলে টিকিট গুলো জেন আইসিসিকে ফেরত দিয়ে দেন তারা।
তাতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেট প্রেমীরা সেই টিকিট সংগ্রহ করে খেলা দেখতে পারবে।
Dear Indian cricket fans. If you don’t want to come to the final anymore then please be kind and resell your tickets via the official platform. I know it’s tempting to try to make a large profit but please give all genuine cricket fans a chance to go, not just the wealthy ❤️ 🏏
— Jimmy Neesham (@JimmyNeesh) July 12, 2019
যে দলে রোহিত, কোহলি, ধোনির মত ব্যাটসম্যান আছে বুমরাহর মতো বোলার আছে সে দল যে ফাইনাল খেলবে এমনটাই স্বাভাবিক।কিন্তু সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে নিজের দাপট দেখাতে মরিয়া নিউজিল্যান্ড।
আরও পড়ুনঃ নেপালি কবি ভানু ভক্তের জন্মদিন উদযাপন
তাই ভারতীয়দের কাছে এমন অনুরোধ কিউই তারকা জিমি নিশামের।যদিও নিশামের এই অনুরোধ ভারতীয়ক্রিকেট প্রেমীরা রাখে কিনা তা সময়ই বলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584