নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার (নিট) দ্বিতীয় পর্যায়ের রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। সাথে প্রথম পর্যায়ের পরীক্ষার আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকছে। তবে এনটিএ (National Testing Agency) শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রেই আবেদনপত্র সংশোধনের সুযোগ দিচ্ছে।
প্রথম পর্যায়ের আবেদন সংশোধন:
সংশোধন করা যাবে এই বিষয়গুলি
১. লিঙ্গ
২. নাগরিকত্ব
৩. ই মেল আইডি
৪. ক্যাটাগরি, সাব ক্যাটাগরি
৫. দশম ও দ্বাদশ শিক্ষাগত যোগ্যতা
নিটের দ্বিতীয় পর্যায়ের রেজিস্ট্রেশন:
১. neet.nta.nic.in ওয়েবসাইটে যান
২. রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন
৩. তারপর নিজের যাবতীয় তথ্য পূরণ করুন
৪. ‘save’ করুন
৫. আবেদনপত্র ডাউনলোড করুন। তা প্রিন্ট আউট করে রাখুন
২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সর্বভারতীয় স্তরের সমস্ত মেডিক্যাল এবং ডেন্টাল কোর্সে ওবিসিদের জন্য ২৭% সংরক্ষন। আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য থাকছে ১০% আসন সংরক্ষিত। পূর্বে আবেদনকারীরা যারা আর্থিকভাবে দুর্বল তারা ওই ক্যাটাগরি যোগ করতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584