NEET2021: নিট-২০২১ স্নাতকস্তরের পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

0
65

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

নিট- ২০২১ স্নাতকস্তরের পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। কিছু সংখ্যক পরীক্ষার্থী সুপ্রিম কোর্টে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানায় কিন্তু তাতে সায় দেয়নি শীর্ষ আদালত।

Supreme court

নিট স্নাতকস্তরের পরীক্ষা শুরুর কথা ছিল গত ১ অগাস্ট।পরবর্তীতে করোনা আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানায়, নিট-২০২১ স্নাতকস্তরের পরীক্ষা শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। পরীক্ষার্থীদের একাংশের থেকে দাবি ওঠে করোনা আবহে পরীক্ষা আরও পিছিয়ে দেওয়া হোক। এরপরে কিছু পরীক্ষার্থী শীর্ষ আদালতে পরীক্ষা স্থগিতের আবেদন জানান।

আবেদনে তাঁরা বলেন মেডিক্যাল এনট্রান্স পরীক্ষাও নিট পরীক্ষার অন্তর্গত। কিন্তু ঘটনাচক্রে মেডিক্যাল এনট্রান্স পরীক্ষা পড়েছে অন্যান্য এনট্রান্স পরীক্ষার সঙ্গে। ফলত যারা বেশ কয়েকটি বিষয়ের এনট্রান্স পরীক্ষা দেবেন, তাঁদের সমস্যা তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ “মাথা নত করব না, লড়াই করব”, ৯ঘণ্টা জেরার পর ইডির দপ্তর থেকে বেরিয়ে অভিষেক

এদিনের রায়ে সবকিছু বিবেচনা করে সুপ্রিম কোর্ট জানায়, নিট-২০২১ এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লক্ষ। তাই কিছু সংখ্যক পরীক্ষার্থীর আবেদন মেনে পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here