করোনার সচেতনতার বার্তা দিতেই যমরাজের মর্ত্যে আগমন

0
50

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

করোনা মোকাবিলায় রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে রাজ্যবাসীকে নিরাপদ রাখার লক্ষ্যে জারি করা হয়েছে লকডাউন,নির্দেশ দেয়া হয়েছে রাজ্যবাসীকে যেন বাড়ির বাইরে তারা অকারণে না বেরোয়। কিন্তু সেই বার্তাকে তোয়াক্কা না করে বেশ কিছু অসচেতন ব্যক্তি বাইরে বেরিয়ে পড়ছেন। তাই এক অন্য ভাবনায় এলাকার মানুষকে সচেতন করার উদ্যোগ নিল এক ব্যক্তি।

corona awareness | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়া বাজার এলাকায় হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ছেন অনেকেই। কারণ বিকট আকৃতির এক ব্যক্তি গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সামনে আসতেই দেখা গেলো স্বয়ং যমরাজ। তবে স্বর্গরাজ্য থেকে নয়, শুধুমাত্র যমরাজ সেজে করোনার জন্য মানুষকে সচেতনতা দিতেই নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই ব্যবস্থা।

আরও পড়ুনঃ বাড়িতে বসে সংখ্যালঘু সমাজকে ধর্মাচরণের আবেদন জেলা প্রশাসনের

Corona poster | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন যমরাজ সেজে পথচলতি মানুষজনদের হাতে স্যানিটাইজার দিয়ে সচেতন করলেন ইনি। যমরাজের বুকে পোষ্টার রয়েছে ঘর থেকে বাইরে না বেরোনোর। এছাড়া এদিন পথচলতি মানুষকে ও দোকানে আসা সকলকে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান তিনি। যমরাজ সেজে দেউলিয়া,কোলাঘাট ও ভোগপুরের বিভিন্ন এলাকায় এভাবেই সচেতনতার বার্তা দেন তিনি। আদেও কি এই নয়া উদ্যোগে এরপর ফিরবে এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা, সেই নিয়ে উঠছে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here