প্রতিবেশীর সাথে গোলমাল, সুবিচারের আশায় বালুরঘাটে এসপি অফিসে অভিযোগ আক্রান্তকারীর

0
70

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

প্রতিবেশীর সাথে গোলমালের ঘটনায় থানায় অভিযোগ জানানোয় আক্রমণকারীরা পাল্টা হুমকি দেওয়ায় বালুরঘাটে এসপি অফিসে অভিযোগ জানাল আক্রান্তকারী। ঘটনার সূত্রপাত মাসখানেক আগে হরিরামপুর থানার সৈদপুর এলাকায়।

villager | newsfront.co
মকসেদ আলি। নিজস্ব চিত্র

অভিযোগ, সৈদপুর হুরাপাড়ায় মকসেদ আলির জমিতে ফসল খেয়ে নেয় প্রতিবেশী মনির আলির গরু ও ছাগল। এর প্রতিবাদ করায় দুই প্রতিবেশীর সাথে তার বচসা বাঁধে। অভিযোগ, পরের দিন মকসেদ আলি হাট থেকে ফেরার পথে তাকে মারধর করে প্রতিবেশী মনির আলি, মুক্তার আলি সহ তাদের দল-বল। মকসেদের চিৎকার শুনে বাড়ির লোক তাকে বাঁচাতে আসলে তাদেরও রড, শাবল, হাঁসুয়া দিয়ে মারধর করার অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ রায়দিঘীর মণি নদীতে দেখা মিলল কুমিরের, চাঞ্চল্য এলাকায়

ঘটনায় ৫ জন আহত হয়। বর্তমানে তাদের মধ্যে দুজনের চিকিৎসা চলছে কলকাতার এনআরএস হাসপাতালে। হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করলেও আক্রমণকারীরা এখনও ঘুরছে এবং থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এর প্রতিবাদে ন্যায্য বিচার পেতে আজ বৃহস্পতিবার এসপি অফিসে দ্বারস্থ হয় আক্রান্তকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here