ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
জাতীয় শিক্ষা নীতি ২০২০ নিয়ে রুষ্ট বাংলা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য সরকারের তরফে অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে এখনই পশ্চিমবঙ্গে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হবেনা।
NEP 2020 not to be implemented in Bengal for time being, more discussions need to be held on it: State education minister Partha Chatterjee
— Press Trust of India (@PTI_News) September 7, 2020
কারণ কেন্দ্র সরকার একতরফা সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যকে ছোট করে দেখানোর সমান। এছাড়াও কেন্দ্র সরকারের তৈরি নতুন শিক্ষানীতিতে এমফিল তুলে দেওয়া সহ বেশ কিছু অভিযোগ রয়েছে রাজ্যের।
National Education Policy 2020 against federal structure, undermines role of states: WB education minister Partha Chatterjee, after attending NEP meet
— Press Trust of India (@PTI_News) September 7, 2020
সোমবার নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে অনলাইন আলোচনা সভার উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আলোচনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিক্ষা মন্ত্রী রমেশ পোখড়িয়াল, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল- শিক্ষা মন্ত্রী প্রমূখরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584