ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
শেষ পর্যন্ত ভারতীয় ভূখন্ড সমেত নেপালের বির্তকিত মানচিত্র অনুমোদন পেল নেপালের পার্লামেন্টে। শনিবার নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নিম্ন কক্ষে পাশ হয়ে গেল নতুন মানচিত্র। দিল্লির আপত্তি উড়িয়ে উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে সেই মানচিত্রে।
পার্লামেন্টের মোট সদস্য সংখ্যা ছিল ২৭৫। নতুন মানচিত্র অনুমোদনের জন্য বিলে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ ভোটের। খবর অনুযায়ী এই নতুন বিলের স্বপক্ষে ২৫৮ টি ভোট পড়ে।
শুক্রবার ভারতীয় কৃষকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে নেপাল পুলিশের বিরুদ্ধে। বিহারের সীতামারি জেলার লাগোয়া ভারত-নেপাল সীমান্তে গুলি চলে। পুলিশের সেই গুলিতে নিহত হন একজন। আহত হন আরও ২ ভারতীয় নাগরিক। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিহত যুবকের নাম বিকেশ রাই। বয়স ২৫। লালবন্দির জনম নগরের বাসিন্দা বিকেশ সীমান্তের কাছে খামারে কাজ করছিলেন। তখনই সীমান্তের ওপার থেকে তাঁর শরীরে গুলি লাগে। আহতদের নাম উমেশ রাম ও উদয় ঠাকুর। এরা প্রত্যেকেই কৃষক বলে জানা গেছে।
আরও পড়ুন:সাইকেলকে সঙ্গী করার পরামর্শ কেন্দ্রের
স্থানীয়দের অভিযোগ, ১৭ রাউন্ড গুলি চালানো হয়েছে নেপালের দিক থেকে। শুক্রবারের এই ঘটনার জেরে ভারত-নেপাল সীমান্ত আপাতত উত্তপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584