নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২৩ জানুয়ারি নেতাজী জন্মজয়ন্তীতে ইন্ডিয়া গেটের কাছে দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মহা সমারোহে মূর্তি উদ্বোধনের পরে এক সপ্তাহ কাটতে না কাটতেই বিকল হয়ে গেল নেতাজী মুর্তির হলোগ্রাম।
কেন এমন হাল হলো নেতাজী মূর্তির হলোগ্রামের তা জানতে চাওয়ায় সরকারি আধিকারিকরা অবশ্য দোষ চাপালেন ‘হাওয়া’-র ওপর। হাওয়াতেই নাকি বিগড়ে গিয়েছে কলকব্জা তাই ২৮ এবং ২৯ জানুয়ারি অন্ধকারেই ছিল নেতাজীর হলোগ্রাম মূর্তি। এই বিষয়টি উল্লেখ করে একটি টুইট করেছেন সুহাসিনি হায়দারও।
Less than a week after PM Modi inaugurated it on January 23, hologram of Netaji Subhas Chandra Bose was switched off on January 28/29 as projector knocked out by wind. @DaminiNath reports @the_hinduhttps://t.co/F4XddSNaXo
— Suhasini Haidar (@suhasinih) January 31, 2022
এই বছর ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজী জন্মজয়ন্তী থেকে সাধারণতন্ত্র দিবস উদযাপনের সূচনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পেরিয়ে উদযাপনের পরিসমাপ্তি হয় ২৯ জানুয়ারি, ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেদিনের সেই অনুষ্ঠানে সেন্ট্রাল ভিস্তার একপ্রান্তে যখন একটি ড্রোন শো চলছিল এবং চারদিক ছিল আলোকোজ্জ্বল ঠিক তখনই অন্য প্রান্তে ইন্ডিয়া গেটের কাছে নেতাজী মূর্তি ছিল অন্ধকারে ঢাকা।
Sad the Netaji hologram statue wasn’t functional today. Last day of the Republic Day celebrations. #IndiaGate🇮🇳 pic.twitter.com/g6UZys5QAG
— Gargi Rawat (@GargiRawat) January 29, 2022
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডল থেকে ব্লকড রাজ্যপাল, জানতে পেরেই টুইটারে বিস্ফোরক ধনখড়
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিটিভি-র সাংবাদিক গার্গী রাওয়াত, সে ছবি টুইটও করেন তিনি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকেরা অবশ্য জানিয়েছেন, হাওয়ার কারণে হলোগ্রাম স্ট্যান্ডটি নিচে পড়ে যায় তা সারালেও নাকি একই ঘটনা ঘটে ২৯ জানুয়ারিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584