হিন্দিতে ডাবিং হচ্ছে ‘নেতাজি’

0
322

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

child actor | newsfront.co

সম্প্রতি বন্ধ হয়েছে ধারাবাহিক ‘নেতাজি’। ‘নেতাজি’ অনুরাগীদের জন্য রয়েছে একটি সুখবর। হিন্দিতে ডাবিং করা হচ্ছে ‘নেতাজি’ সিরিয়ালটি। তবে, কবে থেকে ধারাবাহিকটি হিন্দি ভাষায় আসছে তা জানা যায়নি এখনও। সম্প্রচারিত হবে জি’র জাতীয় স্তরের চ্যানেল জি ই সি (GEC) তে।

Subhas | newsfront.co
বড় সুভাষের ভূমিকায় অভিষেক বসু

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিক জনপ্রিয় ছিল দর্শকমহলে। এবার সেই ধারাবাহিক আসছে হিন্দিতে। বাংলা ধারাবাহিকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা।

Netaji | newsfront.co

সুরিন্দর ফিল্মস-এর তরফে নিসপাল সিং রানে সাংবাদিকদের জানিয়েছেন, শুধু বাংলা ধারাবাহিকের হিন্দি ভার্সনই নয়, এরপর হিন্দি ধারাবাহিকও আনতে চলেছে ‘সুরিন্দর ফিল্মস’।

Subhas childhood | newsfront.co
ছোট সুভাষের ভূমিকায় অঙ্কিত মজুমদার

লকডাউনের কারণে বন্ধ হবে ‘নেতাজি’ আগেই শোনা গিয়েছিল। তবে পরে সব নিয়মবিধি ফের শুরু হয় শুটিং। এরপর বেশিদিন চলেনি সেই ধারাবাহিক। নেতাজির অন্তর্ধানের জায়গায় এসে শেষ হয় গল্প। কিন্তু শেষ বললেই তো শেষ নয়, ফের দর্শক দরবারে আসবে এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ অবিলম্বে সিনেমা হল খোলার আবেদনে সাংবাদিক বৈঠক ‘ইমপা’র

ছোট সুভাষের ভূমিকায় ছিলেন অঙ্কিত মজুমদার। আর বড় সুভাষের ভূমিকায় অভিষেক বসু। তবে, অঙ্কিতের কণ্ঠ শোনা যাবে না হিন্দি ডাবিং-এ। সেই ভূমিকায় রয়েছে অন্য কেউ। অঙ্কিতের ট্র্যা্ক চলে দশ মাস অবধি। এর পরে আসেন অভিষেক। হিন্দিতে অভিষেকের কণ্ঠ শোনা যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। খুব শীঘ্রই আসছে এই ধারাবাহিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here