নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর আগেই বড় ঘোষণা কেন্দ্রের। এবার থেকে প্রতি বছর দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করবে মোদী সরকার। এমনটাই জানানো হল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় শাসক দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু’পক্ষই এবার সমান উদ্যোগী।
ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার কেন্দ্রও দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করার কথা ঘোষনা করল। ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ও রাজ্য উভয়ই বছরভর উদযাপনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। কেন্দ্রের তৈরি কমিটিতে ডান-বাম ও বিশিষ্ট সব পক্ষের মানুষই রয়েছেন।
আজ, মঙ্গলবারই সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, নেতাজির অদম্য সংকল্প ও দেশের নিঃস্বার্থ সেবার আদর্শকে সম্মান জানাতে আগামী ২৩ জানুয়ারি দিনটিকে দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। এদিকে একুশের নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তৈরি হওয়া প্রতিযোগিতার আবহেই ওইদিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ করোনার ধাক্কায় সাধারণতন্ত্র দিবসে ওয়াঘা-আটারি সীমান্তে বাতিল বিটিং রিট্রিট
দিনটিকে বিশেষভাবে স্মরণ করতে নেতাজির জন্মলগ্নে অর্থাৎ ২৩ জানুয়ারি বেলা ১২টা ১৫ মিনিটে শঙ্খ,উলুধ্বনি বা আজান দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বাংলা তথা ভারত ও সারা বিশ্বের বাঙালি ও নেতাজি-অনুরাগীদের কাছে এই আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে কিছুদিন আগে নবান্নের বৈঠকে ২৩ জানুয়ারি ও সারা বছর নেতাজির জন্মবার্ষিকী কীভাবে পালন করা যেতে পারে তার একটি পরিকল্পনাও তৈরি করে দেন বাংলার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ট্রাক্টর র্যালির ভবিষ্যৎ নির্ধারণ করবে পুলিশ, নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিকে, কেন্দ্রের তরফ থেকে সারা বছর ধরে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে। তাতে বসু পরিবারের সদস্যদের পাশাপাশি নেতাজিকন্যা অনিতা বসু পাফকেও রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584