ভোটকর্মীদের জন্য রাজ্যে প্রথম অ্যাপ পূর্বস্থলী-১ ব্লকে

0
155

শ্যামল রায়,বর্ধমানঃ
ভোট কর্মীদের সহায়তা করতে পূর্বস্থলী এক ব্লক প্রশাসন তৈরি করল একটি মোবাইল অ্যাপ। শুক্রবার বিশ্বজিৎ সেন জানিয়েছেন যে তিনি এই মোবাইল অ্যাপটি তৈরি করেছেন। ব্লক প্রশাসনের দাবি নিজেদের মোবাইলে এই অ্যাপ রেখে দিলেই যে কোন সমস্যার চটজলদি সমাধান হয়ে যাবে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষপেন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে ভোট  কর্মীরা বিভিন্ন বুথে যাওয়ার প্রয়োজনীয় মালপত্র বুঝে নিয়ে বুথের পথে রওনা দেন। ভোটকেন্দ্রে যাবার জন্য নানারকম অসুবিধার সম্মুখীন হন ভোট কর্মীরা। কখনো বাসের সমস্যা আবার কখনো আধিকারিকদের সাথে যোগাযোগ রক্ষা করাও কঠিন হয়ে পড়ে তাই এই মোবাইল আ্যপ টি তাদের মোবাইলে থাকলে সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।


নতুন তৈরির মোবাইল অ্যাপসে খাবার থেকে শুরু করে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন।
ইতিমধ্যেই  অফিসের কর্মীরা এই অ্যাপটি ব্যবহার করে সমস্ত রকম তথ্য তুলে ধরেছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এ দিন দাবি করেছেন যে পূর্ব বর্ধমান জেলায় এইরকম একটি মোবাইল অ্যাপস প্রথম। মহকুমাশাসকনীতিন সিংহানিয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এই মোবাইল অ্যাপস ইটরি ফরার ফলে ভোটের ডিউটিতে যাওয়া ভোট কর্মীদের যন্ত্রনা খানিকটা লাঘব হবে বলেই আশা প্রকাশ করছেন ব্লক প্রশাসনের কর্মচারীরা। অনেক কর্মচারী বলেছেন যে প্রতিবার ভোটের সময় দেখা যায় যে অন্য জায়গা থেকে ভোটের ডিউটিতে আসা ভোট কর্মীদের সেকটর অফিস ও ডিসি আর সি  এসব নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। ভোটকেন্দ্রে যাবার জন্য কোথা থেকে বাস ছাড়বে কখন ছাড়বে চরম হয়রানির মধ্যে পড়তে হয় ভোট কর্মীদের তাই এরকম একটি মোবাইল অ্যাপ সাথে থাকলেই সমস্যার সমাধান।
এই মোবাইল অ্যাপ টি বানিয়েছেন ব্লকের ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার বিশেষজ্ঞ বিশ্বজিৎ সেন। তিনি জানিয়েছেন যে এই অ্যাপটি কে ঘুঘূল পেলে এসটোর থেকে ভোট কর্মীরা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং সমস্ত রকম তথ্য তারা পেয়ে যাবেন। খুব অল্প সময়ের মধ্যে যেকোন ধরনের তথ্য পৌঁছে দিতেই এই অ্যাপটি তৈরি করার ভাবনা ।
অর্থাৎ আগামী দিন আরো এই মোবাইল অ্যাপ টি কি করে আপডেটেড করা যায় তার চিন্তাভাবনা রয়েছে বলে বিশ্বজিৎ সেন জানিয়েছেন। খুব কম সময়ের মধ্যেই উদ্দেশ্য হলো ভোট কর্মীদের যন্ত্রনা যতটা সম্ভব লাঘব করা ভোট কর্মীদের হয়রানি বন্ধ করতেই এই ধরনের একটি অ্যাপ তৈরি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here