নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৩১ মার্চ মধ্যরাত বাতিল হয়ে যাবে ব্যাংকের পুরনো আইডি কোড, বদলে যাচ্ছে গ্রাহক পরিষেবার একগুচ্ছ নিয়ম। সম্প্রতি একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযোজন ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি পৃথক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সকে সংযোজন করা হয়েছে।
কিন্তু সংযোজনের পরেও ব্যাঙ্কের ইউজার আইডি, আইএফএসসি ও এমআইসিআর কোড কিংবা চেকবুক বদল করতে হয়নি ইউবিআই ও ওবিসি ব্যাঙ্কের গ্রাহকদের। কিন্তু এবার সেই সমস্ত আইডি-কোড বদল করতে হবে ব্যাঙ্ক গ্রাহকদের। এছাড়াও বদলে ফেলতে হবে চেকবুক।
৩১ মার্চ মধ্যরাত থেকে ব্যাঙ্কের পুরনো আইডি কোড, পাল্টে যাচ্ছে গ্রাহক পরিষেবার একাধিক নিয়মও। প্রতি বছর ১ এপ্রিল থেকে দেশজুড়ে অর্থনীতির নতুন নিয়মকানুন জারি হয়। নয়া সুদের হার কার্যকর হয়। তার সঙ্গে এবার এই দিন থেকেই পাল্টে যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের অনলাইন লেনদেনের নিয়মও। জানা গেছে, তিনটি নিয়মের ক্ষেত্রে বদল আনা হচ্ছে।
আরও পড়ুনঃ স্কুলের ফি না দেওয়ার কারণে কোন পড়ুয়াকে বহিষ্কার করা যাবে নাঃ কলকাতা হাইকোর্ট
আগামী ১ এপ্রিল থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে গ্রাহকদের। ইদানিং অনলাইন লেনদেনের পরিমাণ অনেকটাই বেড়েছে। সেক্ষেত্রে ইউজার আইডি খুবই গুরুত্বপূ্র্ণ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের-এর সাথে সংযোজনের পরেও ইউবিআই ও ওবিসি ব্যাংকের গ্রাহকদের পুরোনো ইউজার আইডি পরিবর্তন করতে হয়নি। কিন্তু ১ এপ্রিল থেকে আর ব্যবহার করা যাবেনা পুরনো আইডি। চলতি মাসের শেষ তারিখ অর্থাৎ ৩১ মার্চের মধ্যে পুরনো ইউজার আইডি বদলে ফেলতে হবে ব্যাঙ্ক গ্রাহকদের।
আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গেলে উচ্চ মাধ্যমিকে আর আবশ্যিক নয় অঙ্ক-ফিজিক্স: এআইসিটিই
৩১ মার্চ বাতিল হবে ব্যাঙ্কের পুরনো আইডি কোড, তাছাড়া পুরোনো ইউবিআই ও ওবিসির মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধাও আর থাকছে না। একই নিয়ম প্রযোজ্য IFSC এবং MICR কোডের ক্ষেত্রেও। ৩১ মার্চের পর আগের IFSC এবং MICR কোড বাতিল হয়ে যাবে ওই দুই ব্যাংকের। তাই পরিষেবা অব্যাহত রাখার জন্য IFSC কোড বদলের জন্য আবেদন করা উচিৎ।
এছাড়াও একই সময়ে বাতিল হয়ে যাবে UBI ও OBC এই দুই ব্যাংকের গ্রাহকদের পুরনো চেকবুক। কিন্তু যে সমস্ত গ্রাহকেরা সম্প্রতি নতুন চেকবুক নিয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। PNB-এর টোল ফ্রি নম্বর বা care@pnb.co.in সাইটে লগইন করলে গ্রাহকরা সমস্ত সুবিধা পেতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584