৮ মার্চ থেকে ‘কড়ি খেলা’

0
466

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

‘কড়ি খেলা’ গল্পের নায়িকা পারমিতা বা পরী স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান কুট্টুসকে নিয়েই বাঁচে। ফের বিয়ে করার কথা সে ভাবতেই পারে না। কেক-পেস্ট্রি বানিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেয় সে। রোজগার ওটুকুই। কুট্টুসকে বাবার অভাব বুঝতে দেয় না সে।

actress | newsfront.co

ওদিকে গল্পের নায়ক অপূর্বও বিপত্নীক। দুই মেয়েকে নিয়ে সে একান্নবর্তী পরিবারে থাকে৷ দ্বিতীয়বার ঘর বাঁধার স্বপ্ন সে-ও দেখেনি কখনও। ঘটনাচক্রে দেখা হয় পরী এবং অপূর্বর৷ দুজনে কি আরেকবার নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ দেবে নিজেদেরকে? হয়ত দেবে। হয়ত দেবে না। দিলে কী হবে আর না দিলে কী হবে সেটাই দেখার পালা ৮ মার্চ থেকে।

actor | newsfront.co

আরও পড়ুনঃ বীণাপানির মর্তে আগমন

অপূর্বর চরিত্রে আনন্দ ঘোষ। পরীর চরিত্রে শ্রীপর্ণা রায়। অন্যান্য চরিত্রে রয়েছেন তনুকা চ্যাটার্জি (চৈতালি), রাজ্যশ্রী ভৌমিক (সুতপা), প্রান্তিক ব্যানার্জি (সৌভিক) সহ আরও অনেকে।

serial poster | newsfront.co

‘শশী সুমিত প্রোডাকশন্স’-এর ব্যানারে আসছে এই ধারাবাহিক। চিত্রনাট্য এবং সংলাপ লিখছেন প্রশান্ত রাঠি এবং শাশ্বতী ঘোষ। পরিচালনায় বিদ্যুৎ সাহা। ক্রিয়েটিভ ডিরেক্টর সৃজিত রায়।

৮ মার্চ থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায় জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ওই স্লটের ‘কী করে বলব তোমায়’ সম্প্রচারিত হবে রাত সাড়ে ১০ টায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here