নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
৭২ ঘণ্টার ধকল সইতে না পেরে শ্রমিক স্পেশাল ট্রেনে মায়ের কোলেই মৃত্যু হল সদ্যোজাতের। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। চলতি মাসের ৮ তারিখে কেরল থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে রওনা দেয় ৮ দিন ও চার বছরের শিশু কন্যা সহ পুরুলিয়ার এক দম্পতি।
মঙ্গলবার থেকে হঠাৎই অসুস্থ হতে শুরু করে সদ্যোজাত শিশু কন্যা। উড়িষ্যার বেরহামপুর থেকে বালেশ্বর এর মাঝে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে কোলের শিশু। দিশেহারা বাবা-মা দফায় দফায় রেল পুলিশ থেকে রেলের গার্ডকে জানিয়েও পেলোনা কোন সহায়তা। অবশেষে মৃত শিশুকে নামানো হল খড়গপুর রেল স্টেশনে।
জানা গিয়েছে, পুরুলিয়ার জয়পুর থানার পালিত গ্রামের দিলদার আনসারী, তার স্ত্রী রেশমা খাতুন ও চার বছরের শিশুকন্যা আলিনা পারভিন দীর্ঘদিন ধরে আটকে পড়েছিল কেরলে।
আরও পড়ুনঃ বারাসতে নতুন করে ৬ জনের করোনা পজিটিভ
২৫শে মে কেরালাতেই কন্যা সন্তানের জন্ম দেয় রেশমা খাতুন। এরপর সদ্যোজাতকে নিয়েই কেরালা থেকে নিউ জলপাইগুড়িগামী শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই পরিযায়ী শ্রমিক দম্পতি।
ইতিমধ্যেই মৃত শিশুটির ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। প্রাথমিক অনুমান রেলের ধকল সইতে না পেরেই মৃত্যু হয়েছে সদ্যোজাত শিশু কন্যার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584