নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
চুড়ান্ত পর্যায়ের গর্ভাবস্থায় বাড়িতে শৌচাগার না থাকায় প্রাকৃতিক ক্রিয়া সারতে জঙ্গলে যেতে হয়েছিল। সেখানেই ঘটছে বিপত্তি। শুরু হয় প্রসব যন্ত্রণা এবং সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। তারপরই জ্ঞান হারিয়ে ফেলেন, জ্ঞান ফিরলে আর খোঁজ পাননি সন্তানের। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের চম্বলের যোধপুর গ্রামে।
সংবাদ সূত্রে জানা যায়, গর্ভবতী মহিলার নাম শিল্পী চৌহান। বছরের ২৬ শিল্পী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরে প্রচুর রক্তক্ষরণ হলেও বর্তমানে অবস্থা স্থিতিশীল। খোঁজ মেলেনি নবজাতকের।
আরও পড়ুনঃ ১২ আগস্ট পর্যন্ত সমস্ত বুকিং বাতিল-সহ টিকিট ফেরত, বিজ্ঞপ্তি জারি রেলের
শিল্পী জানিয়েছেন, তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে দেখে অজ্ঞান হয়ে যান তিনি। তারপর যখন জ্ঞান আসে, আর ছেলেকে দেখতে পাননি। পরিবারের লোকজনের অনুমান, শিশুটিকে কোন বন্যপ্রাণী গভীর জঙ্গলে নিয়ে গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584