বাঁকুড়া বিষ্ণুপুরে মহকুমা আদালতের নতুন ভবন উদ্বোধনে নিশীতা মাত্রে

0
188

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া:

১০ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যায়ে তৈরী বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা আদালতের নুতন ভবনের দ্বারোদঘাটন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিশীথা নির্মল মাত্রে মহোদয়া। তিনি তার উদ্বোধনী ভাষনে বলেন, বিষ্ণুপুর সাংস্কৃতিক ঐতিহ্যশালী শহর। শহরের সম্পদ এই আদালত ভবন রক্ষা করার দায়িত্ব তাই এই শহরবাসীদেরই নিতে হবে।

নতুন ভবন।

অন্যদিকে,রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, এই ভবন তৈরীর মোট ব্যায়ের ৩কোটি ৯৬ লক্ষ টাকা কেন্দ্রের দেওয়ার কথা থাকলেও এক টাকাও মেলেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে শেষে পুরো টাকা রাজ্য দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

তিনি আরও জানান, বাঁকুড়া জেলা আদালতে ৯তলা বিশিষ্ট একটি নুতন ভবন ও খাতড়া মহকুমা আদালতেও বিষ্ণুপুরের মতো একটি ভবন তৈরীর প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে। আগামী দিনে প্রতিটি জেলা ও মহকুমা আদালতে সেন্ট্রাল ফাইলিং সিস্টেম, ভিডিও কনফারেন্সের মতো আধুিক ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here