টি ব্যাগে এবার দিলীপ ঘোষের ছবি, বঙ্গ বিজেপির জনসংযোগের নয়া কৌশল

0
84

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

গত ছ’মাস ধরে প্রাতঃভ্রমণে বের হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরই তিনি সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকদের সঙ্গে চা-চক্রে মিলিত হন। এবার সেই চা চক্রে দিলীপ ঘোষ ব্রান্ডিং করলেন। এখন চা চক্রে বিলি করা হচ্ছে টি-ব্যাগের খামে দিলীপ ঘোষের ছবি। তাতে লেখা ‘দিলীপ দা’।

Dilip Ghosh Tea Bag | newsfront.co
টি – ব্যাগে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

এবার কাগজের চায়ের কাপে থাকবে দিলীপ ঘোষের ছবি ও নাম বলে জানা গেছে। রাজ্য বিজেপির সকালের জনসংযোগে ‘দিলীপ দার’ চা-চক্রে এবার তা নতুন মাত্রা পেয়েছে। দিলীপ ঘোষের দেখাদেখি রাজ্য বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরা সকালে চা-চক্রে এরকম জনসংযোগ করছেন।

লোকসভা ভোটের প্রচারে দেশলাই,চাবির রিং ও কাগজের হাত পাখায় নিজের ছবি ছাপিয়েছিলেন অজিত পাঁজা। সেটা ছিল একটা সময়। তারপর রাজনৈতিক জনসংযোগের নতুন দিগন্ত খুলেছে। ভার্চুয়াল প্রচারেই এখন স্বচ্ছন্দ দলমত নির্বিশেষে রাজনীতিকরা।

তবে এই কোভিড পরিস্থিতিতেও বঙ্গীয় রাজনীতিতে অজিত পাঁজাকে মনে করালেন দিলীপ ঘোষ। তাঁর ‘চা চক্র’-র ব্র্যান্ডিংয়ে অভিনব উদ্যোগ নিল রাজ্য বিজেপি। টি-ব্যাগ দেওয়া হচ্ছে খামের মতো একটি প্যাকেটে। তাতে জ্বলজ্বল করছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ মঞ্চে উঠে কেঁদে ফেললেন! পদ্ম পতাকা না ধরেই সভামঞ্চ ছাড়লেন তৃণমূল নেতা

সাত সকালে দিলীপ ঘোষ বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণে। তার সঙ্গে সুকৌশলে মিশিয়ে দিয়েছেন রাজনীতিকে। শুরুর দিকে তাঁর চায়ের আসর বসত স্থানীয় দোকানে। তারপর বাড়তে শুরু করে ‘বৈভব’। এখন রীতিমতো শামিয়ানা খাটিয়ে চলে দিলীপের চা চক্র।

আরও পড়ুনঃ বিজেপি নেতার বাড়ির সামনে গোবর ফেলে নয়া কৃষি আইনের প্রতিবাদ

দলীয় কর্মী তো বটেই সাধারণ মানুষের সঙ্গেও আলাপ জমান বিজেপির রাজ্য সভাপতি। আর শুধু আলাপ জমানোই নয়, কলকাতার ঘুম ভাঙার আগেই তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়ে যায় ‘বিতর্ক’। সেই মন্তব্যের রেশ ধরে টিভি চ্যানেলের সান্ধ্য অনুষ্ঠানেও থাকেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি অবশ্য নিজেই স্বীকার করেছেন,’বিতর্ক হয় বলেই তো খবরে থাকেন। এতে তাঁর দলেরই লাভ।’

এবার দিলীপ ঘোষের চা-চক্রের বিপণনে অভিনব পদক্ষেপ করল রাজ্য বিজেপি। চা চক্রে সকলকে দেওয়া হবে অর্গ্যানিক চায়ের টি-ব্যাগ। যেমন-তেমন নয়, একেবারে দার্জিলিংয়ের চা। একটি গেরুয়া প্যাকেটে ভরা থাকছে টি-ব্যাগ। তার উপরে লেখা,’চা-চক্রে দিলীপ দা। ১০০ শতাংশ অর্গানিক দার্জিলিং টি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here