নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে বাড়বাড়ন্তের জন্য দেশের বেশ কিছু জায়গায় এখনও লকডাউন চলছে। এহেন পরিস্থিতির কথা মাথায় রেখে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কোনওরকম ঝুঁকি নিতে চায় না।
ইতিমধ্যে ৩১ অগাস্ট পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পণ্যবাহী বিমান ওঠানামা করবে। এই অবস্থায় ‘বন্দে ভারত’-এ বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৮ অগাস্ট থেকে তা কার্যকর হবে।
Attention International Travellers!@MoHFW_INDIA has issued fresh guidelines for arriving international passengers in supersession of guidelines issued on the subject dated 24th May 2020.
These will be operational from 0001 Hrs, 8th August 2020. pic.twitter.com/nCpEa4YBCU
— MoCA_GoI (@MoCA_GoI) August 2, 2020
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকার প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বিদেশ থেকে দেশে আসা যাত্রীদের জন্য পৃথক একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে সেল্ফ ডিক্লারেশন ফর্ম পূরণ করে বিমান যাত্রার ৭২ ঘন্টা আগে জমা দিতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা তথ্য জানাবেন।
বিদেশ থেকে দেশে ফেরার পর ১৪ দিন আবশ্যিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যার মধ্যে প্রথম সাত দিন যাত্রীদের নিজস্ব ব্যয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর নিজস্ব পর্যবেক্ষণে সাত দিন বাড়িতে বিচ্ছিন্নভাবে থাকতে হবে। আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ দেখাতে পারলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা থেকে ভ্রমণকারীরা রেহাই পেতে পারেন। তবে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৯৬ ঘন্টা।
আরও পড়ুনঃ এইমস ছেড়ে অমিত শাহ বেসরকারি হাসপাতালে কেন প্রশ্ন শশীর
নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাত্রীরা আসার পর রাজ্যগুলির নিজস্ব কোনো প্রোটোকল থাকলে তা কার্যকর হবে। এদিকে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া টুইট করে রাজ্যের দুই বিমানবন্দরে নেওয়া পদক্ষেপের বিষয়টিও উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, ‘আরোগ্য সেতু’ অ্যাপ যেমন যাত্রীরা ডাউনলোড করবেন, তেমনই পশ্চিমবঙ্গ সরকারের ‘সন্ধানে’ অ্যাপটিও যাত্রীদের ডাউনলোড করতে হবে।
সেইসঙ্গে উল্লেখ করা হয়েছে, সমস্ত যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করতে হবে। তাতে কোনোরকম উপসর্গ ধরা পড়লে যাত্রীদের কোভিড টেস্টের জন্য আলাদাভাবে নিয়ে যেতে হবে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই বিশেষ পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584