নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ২০২০-র মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এরপর আজ, শুক্রবার মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে শিক্ষার্থীদের পরিবর্তে অভিভাবকের স্বাক্ষর হলেই রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। এদিন এই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে, ১৭ আগস্ট পর্যন্ত পর্ষদের রিজিওনাল অফিসগুলির মাধ্যমে মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর নিয়েই রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্র জমা দেওয়া যেত।
আরও পড়ুনঃ রাজ্য ইউজিসি গাইডলাইন মানতে নারাজ থাকলেও বিদ্রোহ বিশ্বভারতী কর্তৃপক্ষের, ঘোষিত পরীক্ষা
কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে স্কুলগুলি বন্ধ। তাই ছাত্রছাত্রীদের পক্ষে স্কুলে এসে রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্রে স্বাক্ষর করা অসম্ভব। এ নিয়ে বিতর্ক তৈরি হয়। তারপরই পর্ষদ রিভিউ ও স্ক্রুটিনি সংক্রান্ত নিয়মের সংশোধন করে নয়া নির্দেশিকা জারি করল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এহেন নির্দেশিকা প্রকাশের পর স্বস্তির মুখ দেখলেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584