নিজস্ব সংবাদদাতা, কাশ্মীরঃ
জম্মু-কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধার করতে তৈরি হল নতুন জোট। জোটের নাম দেওয়া হয়েছে পিপলস অ্য়ালায়েন্স ফর গুপকর ডিক্লিয়ারেশন। হাত মেলাল এলএনসি, পিডিপিস সিপিআইএম-সহ একাধিক রাজনৈতিক দল।
দু’দিন আগেই বন্দিদশা কাটিয়ে মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি। মেহবুবার মুক্তির পরই এই জোট গড়ার কাজ দ্রুত গতিতে এগোয়। জোট গড়ার আগে এদিন বৈঠকে বসে রাজনৈতিক দলগুলি। এদিন বৈঠক হয় ফারুক আবদুল্লার বাসভবনে।
বৈঠক শেষে ফারুক আবদুল্লা জানান, ”আমরা পিপলস অ্য়ালায়েন্স ফর গুপকর ডিক্লিয়ারেশন নামে জোট গড়েছি। আমাদের লড়াই সাংবিধানিক লড়াই। আমরা চাই, ২০১৯ সালের ৫ অগাস্টের আগে রাজ্য়বাসীর যে অধিকার ছিল, তা ফিরিয়ে দিক ভারত সরকার। গত বছর ৫ অগাস্টের আগে জম্মু-কাশ্মীরের যে সাংবিধানিক মর্যাদা ছিল, তা পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য়”।
আরও পড়ুনঃ সম্পর্কের বরফ গলাতে আগামী মাসে সেনা প্রধানের নেপাল সফর
উল্লেখ্য়, গত বছর ৫ অগাস্ট উপত্য়কায় ৩৭০ ধারা রদ করে মোদী সরকার। সেই সময় ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি-সহ একাধিক রাজনৈতিক নেতাকে বন্দি করা হয়।
নয়া জোটে এক ছাতার তলায় এসেছে এনসি, পিডিপি, সিপিআই(এম), পিসি, জেকেপিএম ও এএনসি। বৈঠকে ছিলেন পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজাদ লোন, সিপিআইএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584