নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মাদারিহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত বীরপাড়া চা বাগানের টুকরা জটেশ্বর ডিভিশন প্রায় দীর্ঘদিন থেকে বন্ধ । বাগানের শ্রমিকরা আবার যেন চা বাগানেই কাজ করতে পারে সেই চিন্তা ভাবনা করে টুকরা জটেশ্বর ডিভিশনের শ্রমিকরা একটি কমিটি গঠন করে বাগান পরিচালনা করার দায়িত্ব নেন। যার ফলে চা বাগানে চা গাছ লালন পালন করে বাগানকে আগের মত করে আবার উপার্জনের রাস্তা করে তোলা হয়।
কমিটির সূত্রে জানা গেছে বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের রোজগার বন্ধ হয়ে গিয়েছিল এক সময়। যার ফলে বাগানকে যাতে আগের মত করে চালানো যায় সেই কথা ভেবে একটি কমিটি গঠন করে আবার শ্রমিকরাই চা বাগানের কাজে যোগ দেন।
গত একমাস আগে বাগানে এক কোম্পানি এসে বাগান দখল নেয় বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের অভিযোগ মালিক কর্তৃপক্ষ বৈধ কাগজ দেখাতে অক্ষম। মালিক পক্ষকে বৈধ কাগজ দেখানোর দাবিতে একমাস ধরে বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।
আরও পড়ুনঃ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! মহিষাদলে দলীয় প্রার্থীর দেওয়াল লিখন মুছলো আদি কর্মীরা
দীর্ঘ একমাস পর শ্রমিকদের উদ্যোগে কাঁচা পাতা তুলে বিক্রি করতে গেলে মালিক পক্ষ ও প্রশাসন বাধা দেন বলে অভিযোগ। সেই অভিযোগে বাগানের শ্রমিকরা সংগঠিতভাবে বীরপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584